শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রতন সেনের খুনীদের ক্ষমা নেই, বিচার হবেই : সেলিম

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান সরকার খুলনা জেলার সাবেক সভাপতি ও কৃষক সমিতির খুলনা জেলার সাবেক সভাপতি কমরেড রতন সেন হত্যা মামলার বিচার না করলে বামপন্থীরা ক্ষমতায় গিয়ে বিচার করবে। রতন সেনের খুনীদের ক্ষমা নেই, বিচার হবেই। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রতন সেন এর ২৬তম হত্যাবার্ষিকীতে সিপিবি আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিপিবি’র সভাপতি আরও বলেন, সরকারি গোয়েন্দা সংস্থাই হত্যাকারীদের চিহ্নিত করেছিল। অথচ আজ পর্যন্ত হত্যাকা-ের বিচার হয়নি। এই বিচার না হওয়ায় দেশে হত্যা-খুন আর দূর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ হয়নি। এই হত্যাকা-ের বিচার না হওয়ায় অন্য হত্যাকারীরা উৎসাহিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) কেন্দ্রীয় সম্পাদকম-লীর সাবেক সদস্য, খুলনা জেলার সাবেক সভাপতি ও কৃষক সমিতির খুলনা জেলার সাবেক সভাপতি কমরেড রতন সেন এর ২৬তম হত্যাবার্ষিকীতে সিপিবি আয়োজিত মানববন্ধন সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মাহাবুব আলম, ঢাকা নগর নেতা সেকেন্দার হায়াৎ ও ক্ষেতমজুর সমিতির নির্বাহী সদস্য মোতালেব হোসেন প্রমুখ।

রুহিন হোসেন প্রিন্স বলেন, কমরেড রতন সেন খুলনাসহ দক্ষিণাঞ্চলে সংগঠন ও আন্দোলন গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে ও মেহনতী মানুষের স্বার্থরক্ষায় ভূমিকা রেখে চলছিলেন। তাই সাম্প্রদায়িক ও কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী ভাড়াটেদের দিয়ে এই হত্যাকা- সংগঠিত করে। হত্যাকারী ও তার সাথে জড়িতদের তৎকালীন গোয়েন্দা সংস্থা চিহ্নিত করেছিল। অথচ তাদের বিচার হলো না।
মাহাবুব আলম বলেন, কমরেড রতন সেন দেশের শ্রমজীবী মেহনতী মানুষের স্বার্থে ‘মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে’ ছিলেন আপসহীন। তাই সাম্প্রদায়িক ও কায়েমী স্বার্থবাদীদের ভাড়াটেদের দিয়ে এই হত্যাকা- সংগঠিত হয়েছে, এখনও হচ্ছে।

মঙ্গলবার সকালে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত কমরেড রতন সেনের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া খুলনায় এই হত্যাকা-ের ২৬ বছরকে সামনে রেখে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, সমাবেশের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়