শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানকে শুভেচ্ছা জানালেন মোদি

ইফ্ফাত আরা: পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয় লাভের জন্য ইমরান খানকে শুভেচ্ছা জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতন্ত্র আগামীতে আরও শক্ত করে শিকড় গড়ে তুলুক এই প্রত্যাশা রেখে সোমবার তিনি পাকিস্তান তেহরাক-এ-ইনসাফ দলের চেয়ারপার্সন ইমরান খানকে শুভেচ্ছা জানান।

সোমবার রাতে এক সরকারি বিবৃতি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন পাকিস্তান তেহরেক-এ-ইনসাফ দলের চেয়ারপার্সন ইমরান খানের সঙ্গে কথা বলেন। পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয় লাভের জন্য তাকে শুভেচ্ছা জানান মোদি । বিবৃতিতে আরও উল্লেখ ছিলো, পাকিস্তানে গণতন্ত্র আরও শক্তভাবে শিকড় গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী মোদি আশাবাদি, এ বিষয়টিও জানান। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে পিটিআই দল এক বিবৃতিতে জানায়, নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়ের জন্য ইমরান খান তাকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে আরও জানানো হয় নরেন্দ্র মোদির সঙ্গে কথোকপথনের সময় ইমরান খান বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা যায়। দুই দেশের সরকার একাগ্রতার সাথে কাজ করলে উভয় দেশ থেকে দারিদ্রতা মুক্ত করা যাবে।’

উল্লেখ্য, পাকিস্তানি গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটিতে ১১ আগস্ট প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন ইমরান খান। হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়