শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ১২:৫৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস চালকদের শাস্তির দাবি করেছে জাতীয় মুক্তি কাউন্সিল

ফাহিম ফয়সাল : শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
মঙ্গলবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে জাতীয় মুক্তি কাউন্সিলের সেক্রেটারি ফয়জুল হাকিম বলেন, শিক্ষার্থীদের এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি পরিস্কার একটি হত্যাকান্ড। অবিলম্বে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের হত্যাকারী বাস চালক ও হেলপারসহ মালিকপক্ষকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এবং বাসের বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন সড়কে এই ধরনের হত্যাকান্ড ঘটেই চলেছে। কিন্তু সরকার প্রশাসন এক্ষেত্রে দায়সারা ভূমিকা পালন করেই ক্ষ্যান্ত। সড়ক হত্যাকান্ডে অনেক পরিবার পথে বসে যাচ্ছে, অনেক পরিবার প্রিয়জন হারানোর শোকে শেষ হয়ে যাচ্ছে তার খবর কেউ রাখে না। সড়ক দুঘটনায় নিহত ও আহতদের পরিবারকে যথাযত ক্ষতিপূরণ দিতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশের সড়ক পরিবহন খাতে যে নৈরাজ্য লুটপাট তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক প্রবল সিন্ডিকেট এই খাতকে নিয়ন্ত্রণ করে চলেছে। ঢাকায় সরকারি নির্দেশনা ও সরকারি ভাড়া অস্বীকার করে এরা যাত্রীদের থেকে ভাড়া আদায় করে চলেছে। সিটিং গাড়ীর নামে জাবালে নূর পরিবহনের এই বাসগুলো ঢাকার সড়ক পথ দাপিয়ে বেড়াচ্ছে। তাদের বাসে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা।
বক্তারা আরও বলেন, জনগণের ট্যাক্সের পয়সায় যাদের উপর দায়িত্ব রয়েছে নিরাপদ সড়কের ব্যবস্থাপনা তাদেরকে জবাবদিহী করতে হবে। দায়িত্বহীন বক্তব্যের জন্য নৌমন্ত্রী শাজাহান খানকে মন্ত্রীর পদ থেকে বহিস্কার করতে হবে।
মানববন্ধনে আয়োজক সংগঠনের আহমেদ মহিউদ্দিন, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়