শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

তৌকির আহাম্মেদ, সাভার: সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ব্রুকহিল মার্কেটের সামনের বাধন কর্পোরেশন লিঃ নামের একটি কারখানার প্রায় ৬ শতাধিক শ্রমিক এ কর্মসূচী পালন করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেশ কিছুদিন ধরে ওই কারখানার কর্মরত শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবী জানিয়ে আসছিল মালিক পক্ষের কাছে। কিন্তু মালিক পক্ষ বিভিন্ন সময় নিয়েও তা পরিশোধ করেননি।

এদিকে, শ্রমিকরা প্রতিদিনের মত মঙ্গলবার কারখানায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। পরে তারা কারখানার সামনে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবী জানিয়ে বিক্ষোভ করতে থাকে এবং একপর্যায়ে অবস্থান কর্মসূচী পালন করে।

কারখানার জিএম আক্তার হোসেন জানান, ৩০ জুলাই শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষ টাকা ব্যবস্থা করতে পারেনি। তবে আগামী মাসের ১৬ তারিখ শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হবে মর্মে তারিখ দেয়া হয়েছে।

শিল্প পুলিশ-১ এর উপ-সহকারী পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত কয়েকদিন ধরে বাঁধন কর্পোরেশনের সাড়ে ৬ শতাধিক শ্রমিক কর্তৃপক্ষের নিকট তাদের দুই মাসের বকেয়া বেতেনের দাবী করে আসছিলো। কারখানা কর্তৃপক্ষ বেতন প্রদানে কাল ক্ষেপন করতে থাকে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্রদান না করেই মঙ্গলবার সকালে কারখানাটি বন্ধ ঘেষনা করেন। শ্রমিকরা প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা ব্রুকহিল মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে। উত্তেজিত শ্রমিকেরা যাতে পরিস্থিতি অশান্ত না করে সে জন্য শিল্প পুলিশের রায়টকারসহ বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে। শ্রমিকনেতাদের সাথে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়