শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক কল্যাণ তহবিলে ম্যারিকোর এক কোটি আঠারো লাখ টাকা প্রদান

তরিকুল ইসলাম সুমন: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ম্যারিকো বাংলাদেশ কোম্পানী তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ পৌনে এক কোটি আঠারো লাখ টাকা প্রদান করেছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ম্যারিকোর চিফ ফাইন্যান্স অফিসার ইলিয়াস আহমেদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এর সাথে সাক্ষাৎ করে কোম্পানীর পক্ষে ০১ কোটি ১৮ লাখ ০৯ হাজার ১৮৪ টাকার একটি চেক হস্তান্তর করেন। শ্রমিকদের কল্যাণার্থে কোম্পানীটির শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত অর্থ প্রদান করে আসছে। শ্রম আইনের আলোকে গঠিত দেশীয় এবং আন্তর্জাতিক মিলে এখন পযর্ন্ত একশো ১৫টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ তিন’শ ০৬ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা দেয়া হয় । এর পাশাপাশি বজ্রপাতে যেসকল কৃষি শ্রমিক মৃত্যু বরণ করেছেন তাদের স্বজনেরা আবেদন করলে তাদেরকেও এ তহবিল থেকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্টানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানীতে কর্মরতদের জন্য এটি একটি ইউনিক আইন। এ আইন বলে বিভিন্ন কোম্পানীতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বছর শেষে কোম্পানীর লাভের ৫ শতাংশের ৮০ ভাগ সমান হারে ভাগ করে নেন। এমন অনেক কোম্পানী আছে যাদের অনেক কর্মচারী সারা বছরের বেতনের চেয়ে লভ্যাংশের অর্থ বেশী পেয়ে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়