শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে এক লাখ কোটি টাকা মাদকের পিছনে খরচ হয় : র‌্যাব ডিজি

এস এম সাব্বির, গোপালগঞ্জ: মাদক নির্মূল করা জাতীয় ডিমান্ড, ন্যাশনাল ইস্যু, রাষ্ট্রের চাহিদা। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

গতকাল সোমবার বিকেলে গোপালগঞ্জের শেখ মনি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি জানান, দেশে প্রতি বছর এক লাখ কোটি টাকা মাদকের পিছনে খরচ হয়। এর ফলে দেশকে বুদ্ধিবৃত্তিকভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শারীরিকভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যারা ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। অভিভাবক ও বন্ধুদের তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশে অনেক সময় আমরা অনেক ধরণের নোংরা রাজনৈতিক কর্মকাণ্ড দেখি। একটা রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাজনৈতিক বক্তব্যের পাল্টা বক্তব্য দেয়া সঠিক বলে আমি মনে করি না। আমরা এটা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, এদেশের সমস্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। এটি একদিকে প্রধানমন্ত্রীর নির্দেষ, অন্যদিকে দেশবাসীর চাওয়া। এটা ন্যাশনাল ডিমান্ড। সেটিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় বা নিস্তার নেই। এদেশে মাদক সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের যে যুদ্ধ আমরা পরিচালনা করছি, সেটিকে আমরা অব্যাহত রাখবো বলেও জানান তিনি।

এর আগে আয়োজক সংগঠন গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুণ-অর-রশীদ মিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়