শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ লাখের ঢলে যে বাংলাদেশ হবে সবচেয়ে বড় সাফারার: আসিফ নজরুল

সজিব খান: আসামের জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকায় ৪০ লাখেরও বেশি বাঙালির নাম বাদ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে তারা ভারতের নাগরিকত্ব হারিয়েছেন। মাতৃভূমি ভারতে রাষ্ট্রহীন হয়ে পড়া এসব বাঙালিকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এ অবস্থায় মিয়ানমারের রোহিঙ্গাদের মতোই এসব ভারতীয় বাঙালিকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে আশঙ্কা প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“এবার আসবে ৪০ লাখ? ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠানোর সময় বলেছিলাম এরপর ভারত থেকে লাখে লাখে বাঙ্গালী ঠেলে পাঠানো হবে বাংলাদেশে। এরমধ্যে এ’নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে। ভারতের আসামে চরম অন্যাযমূলকভাবে ৪০ লাখ বাঙ্গালীর নাগরিকত্ব বাতিল করা হয়েছে। নিশ্চিত থাকুন এদেরকে এরপর বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টাও হবে। ক্ষমতায় টিকে থাকার ছলাকলায় সমর্থনের বিনিময়ে বাংলাদেশ সরকার মেনে নিবে তা।

আলামত দেখুন। আসাম থেকে বিতাড়িত হয়ে কিছু বাঙালী পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন। এ নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী এরমধ্যে তার উদ্বেগ প্রকাশ করেছেন। অথচ ৪০ লাখের ঢলে যে বাংলাদেশ হবে সবচেয়ে বড় সাফারার, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকারের কারো মধ্যে এনিয়ে কোন প্রশ্ন পর্যন্ত নেই।
বাংলাদেশ হয়ে উঠছে ভারতীয় স্বার্থের বধ্যভূমি। সেও বাংলাদেশের সরকারের সম্মতিতে।
কেউ নাই ঠেকানোর?”

  • সর্বশেষ
  • জনপ্রিয়