শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর সিটির মেয়র প্রার্থী হচ্ছেন আগুন

মহিব আল হাসান: গায়ক ও অভিনেতা আগুন। সারাদেশে তার অগণিত ভক্ত শ্রোতা। বাংলা চলচ্চিত্রে ৯০ দশকে সালমান শাহ তার গানে ঠোঁট মিলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এখনও সে গানগুলো মানুষের মুখে মুখে। এত প্রাপ্তির পর তিনি এবার মেয়র নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নির্বাচনী ইশতেহার হিসেবে ঢাকা শহরের ভরাট ও দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারের বিষয়টিকে গুরত্ব দিয়েছেন। পুরনো খালে প্রাণ দিয়ে নগরকে রক্ষা করার উদ্দেশ্যে মেয়র নির্বাচনের জন্য তিনি একটি দলের সাথে প্রাথমিক আলোচনাও করেছেন। তাদের দলের পক্ষেই প্রয়াত মেয়র আনিসুল হকের জায়গায় উপনির্বাচনে অংশ নিতে চান।

গত মে মাসের শেষের দিকে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেন তিনি। কিন্তু এখনও এই দল থেকে নির্বাচনের বিষয়ে কোনও চুড়ান্ত তথ্য দেননি আগুন। তবে সবকিছু ঠিক থাকলে শিগগিরই একটা ঘোষণাও আসতে পারে দলের পক্ষ থেকে।’

কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমান ও নন্দিত কণ্ঠশিল্পী নিলুফার ইয়াসমিনের সন্তান আগুন বললেন,‘ আমি দলটাকে বড় করে দেখছি না। আমার ইচ্ছা আমি নির্বাচন করবো। তবে আমাকে যেই দল থেকে মনোনয়ন দেওয়া হোক সেই দল থেকেই নির্বাচন করবো। দল ঠিক হলে নির্বাচনের বিষয়ে একটা সুরাহা করবেন বলে জানালেন তিনি। কারণ, মেয়র নির্বাচনে তিনি যেভাবেই সম্ভব হোক অংশ নিতে চান। দল না পেলেও সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।’

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘নিজের দ্বায়বদ্ধতা থেকে অংশগ্রহণ করবো। একটু খেয়াল করলে দেখা যায় ঢাকা শহরের যত খাল ছিল তার তিনভাগেই আজ দখল করে রাখছে। এই খালগুলো দখলমুক্ত করে পুণরায় খাল খনন করে সুন্দর নগরী তৈরি করায় আমার মুল টার্গেট।’

তিনি আরও বলেন, ‘ আমার নিজস্ব একটা গান শেখানোর স্কুল আছে। এদের সঙ্গে নিয়ে ও সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে খাল রক্ষায় বেড়িয়ে পড়ব খাল রক্ষার জন্য। সিটি করপোরেশনের কাউকে না পেলে শিক্ষার্থীদের নিয়ে হলেও খাল খননে অংশ নেব।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির (ঢাকা নর্থ সিটি করপোরেশন) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্ট উপনির্বাচনটি স্থগিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়