Skip to main content

অবকাশ যাপনে স্বপ্নের নিওম শহরে গেলেন সৌদি বাদশাহ

ওমর শাহ: ছুটি কাটাতে ক্রাউন প্রিন্সের স্বপ্নের শহর নিওমে গেলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি গণমাধ্যমের তথ্যমতে, তিনি সেখানে পরিবারসহ কয়েকদিন অবস্থান করবেন। খবর: আল আরাবিয়া নিওমকে সম্প্রতি সৌদি আরবের সবচেয়ে আধুনিক পর্যটন শহরে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কয়েকটি দেশের সহায়তায় নিওমকে আগামী কয়েক বছরের মধ্যে ‘মডেল সিটি’ তে রূপান্তর করা হবে বলে জানা গেছে। এরআগে সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় ‘নিওম’ নামে এক শহর তৈরি ঘোষণা দিয়েছিলন সৌদি ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। যেখানে কোনো বিধিনিষেধ বা বিভাজন থাকবে না বলে আশ্বাস দেওয়া হচ্ছে। নিওম হবে ২৫ হাজার বর্গকিলোমিটারের একটি শহর, গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী, সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত, ট্রাফিক মুক্ত, পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত। এর নাম হবে নিওম। নিওম হবে ভবিষ্যৎ পৃথিবীর ‘স্বপ্নদ্রষ্টা’দের শহর। প্রায় ৫০০ বিলিয়ন ডলার খরচ করে গড়ে তোলা ওই শহরটির বিশেষ বৈশিষ্ট হবে সম্পূর্ণ সৌরচালিত। জানা গেছে, প্রাথমিক অবস্থায় নিওম শহরের মোট আয়তন দাঁড়াবে ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার। আর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আয়তন প্রায় ৮০০ বর্গ কিলোমিটার। এছাড়া রাশিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিওম শহরটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটির চেয়ে অন্তত ৩৩ গুণ বড় হবে। শহরটি গড়ে তোলা হবে জর্ডান এবং মিশরের সীমান্ত সংলগ্ন এলাকায়। সৌদি আরবের ভবিষ্যত বাদশাহ মোহম্মদ বিন সালমান এও জানিয়েছেন, নিওম হয়ে গোটা পৃথিবীর প্রযুক্তি গবেষণার রাজধানী ও সীমাহীন সম্ভাবনার এক শহর। সূত্র: আল আরাবিয়া