Skip to main content

অনুশীলনে ফিরলেও দলে নেই মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার অনুশীলনে ফিরছেন লিওনেল মেসি। কিন্তু মার্কিন ট্যুরের দলে যোগ দিচ্ছেন না তিনি। অনুশীলনে যোগ দেয়ার আগে অবশ্য নতুন মৌসুমের জন্য মেডিকেল টেস্ট দেবেন মেসিসহ অন্যরা।মেসির সঙ্গে অনুশীলনে যোগ দেবেন জেরার্ড পিকে, জর্দি আলবা ও সার্জিও বুটসকেটস। এই তিনজনও যুক্তরাষ্ট্র সফরের দলে নেই। মূলত ১২ আগস্ট সেভিয়ার বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের ম্যাচের জন্য প্রস্তুত হবেন তারা। বিশ্বকাপ ক্লান্তি দূর করতেই এই চার তারকাকে যুক্তরাষ্ট্র সফর থেকে বিশ্রাম দিয়েছে বার্সেলোনা। আর্জেন্টিনা ও স্পেন দুদলই বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয়। মেসি-পিকেরা না থাকলেও দলে যোগ দিয়েছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। জার্মানিও বিশ্বকাপে এবার নিজের নামের সুবিচার করতে পারেনি। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের ডালাসে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে এএস রোমার বিরুদ্ধে খেলবে বার্সা। রোমা ম্যাচের পর বার্সা মুখোমুখি হবে আরেক ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের। এই ম্যাচ হবে সানফ্রান্সিসকোতে। এই ম্যাচেও বাড়তি কোনো খেলোয়াড় দলে যোগ দেবেন না। মেসি, পিকে, আলবা ও বুটসকেটসদের একদিন পর অনুশীলনে ফিরবেন লুইস সুয়ারেজ, ফিলিপে কৌতিনহো, থমাস ভারমিলান, ওসমান ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি এবং ইভান রাকিটিচ। এই ছয়জনের সবাই বিশ্বকাপের অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছেন।