শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৬:২৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলনে ফিরলেও দলে নেই মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার অনুশীলনে ফিরছেন লিওনেল মেসি। কিন্তু মার্কিন ট্যুরের দলে যোগ দিচ্ছেন না তিনি। অনুশীলনে যোগ দেয়ার আগে অবশ্য নতুন মৌসুমের জন্য মেডিকেল টেস্ট দেবেন মেসিসহ অন্যরা।
মেসির সঙ্গে অনুশীলনে যোগ দেবেন জেরার্ড পিকে, জর্দি আলবা ও সার্জিও বুটসকেটস। এই তিনজনও যুক্তরাষ্ট্র সফরের দলে নেই। মূলত ১২ আগস্ট সেভিয়ার বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের ম্যাচের জন্য প্রস্তুত হবেন তারা।

বিশ্বকাপ ক্লান্তি দূর করতেই এই চার তারকাকে যুক্তরাষ্ট্র সফর থেকে বিশ্রাম দিয়েছে বার্সেলোনা। আর্জেন্টিনা ও স্পেন দুদলই বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয়।

মেসি-পিকেরা না থাকলেও দলে যোগ দিয়েছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। জার্মানিও বিশ্বকাপে এবার নিজের নামের সুবিচার করতে পারেনি। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ডালাসে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে এএস রোমার বিরুদ্ধে খেলবে বার্সা। রোমা ম্যাচের পর বার্সা মুখোমুখি হবে আরেক ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের। এই ম্যাচ হবে সানফ্রান্সিসকোতে। এই ম্যাচেও বাড়তি কোনো খেলোয়াড় দলে যোগ দেবেন না।
মেসি, পিকে, আলবা ও বুটসকেটসদের একদিন পর অনুশীলনে ফিরবেন লুইস সুয়ারেজ, ফিলিপে কৌতিনহো, থমাস ভারমিলান, ওসমান ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি এবং ইভান রাকিটিচ। এই ছয়জনের সবাই বিশ্বকাপের অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়