শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৫:২৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ-বিএনপি ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু’

সজিব খান: বামপন্থিদের এক সমাবেশে প্রদত্ত বক্তব্যে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আওয়ামী লীগ-বিএনপিকে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গুর’ সঙ্গে তুলনা করে বলেছেন -

“ঢাকা শহরে কিছু মানুষ চিকুনগুনিয়ায় আবার কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। বাকিরা আতঙ্কে আছে ডেঙ্গু হয় না চিকুনগুনিয়া হয়। দেশের রাজনৈতিক অবস্থাও হয়ে গেছে এরকম। একদিকে আওয়ামী লীগ আরেক দিকে বিএনপি। চিকুনগুনিয়া না ডেঙ্গু। ডেঙ্গুতেও মুক্তি পাবেন না, চিকুনগুনিয়াতেও মুক্তি পাবেন না। আমাদের দায়িত্ব হল, যে এডিস মশা এই জ্বর সৃষ্টি করে সেই এডিস মশাকে পায়ের তলায় পিশে মারা। সমাজের সেই এডিস মশা হলো 'লুটেরা ধনতন্ত্র তথা পুজিবাদী নয়া- উদারবাদ'। এর অভিপ্রকাশের প্রধান কয়েকটি উপাদান হলো - লুটপাটতন্ত্র, গনতন্ত্রহীনতা, সাম্প্রদায়ীকতা ও সাম্রাজ্যবাদ নির্ভরতা।”

তিনি তার এ বক্তব্য ফেসবুকেও পোস্ট করেন। এরপর সেখানে অনেকেই মন্তব্য করেছেন।

মোস্তাকিম আলী নামে একজন মন্তব্য করেছেন, ‘আমাদের দায়িত্ব হল ' এডিস মশা এই জ্বর সৃস্টি করে সেই এডিস মশাকে পায়ের তলায় পিশে মারা ' সেলিম ' সিপিবি ।’

“পুুঁজিবাদ নিপাত যাক। দুনিয়ার মজদুর এক হও” বলে মন্তব্য করেছেন লুৎফর রহমান নামে অপর এক ফেসবুক ব্যবহারকারী।

জামশেদ আনোয়ার তপন নামে একজন মন্তব্য করেছেন, ‘নৌকা- লাঙ্গল- পাল্লা-শীষ , সব সাপেরই দাঁতে বিষ, (তফাৎ শুধু উনিশ বিশ)’

  • সর্বশেষ
  • জনপ্রিয়