শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সড়ক পরিবহনে কালো টাকা, নৈরাজ্য নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব’

আশিক রহমান: সড়ক পরিবহন সেক্টরে কালো টাকা বিনিয়োগ হয়, সে খাতের বিশৃঙ্খলা-নৈরাজ্য নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব বলে মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শ্রমিক ও সরকারের মধ্যে একটা আদান-প্রদানের সম্পর্ক রয়েছে। সরকারের দৃষ্টি অবকাঠামো খাতের দিকে, সড়কের নিরাপত্তার ব্যাপারে নয়। সড়কে যেসব মানুষ মারা যাচ্ছে তাতে কি কারও কোনো অসুবিধা হয়? দুই-চারদিন প্রতিবাদ হওয়ার পর সব আগের মতো চলতে থাকে। যে দেশে মানুষের মূল্য এত কম সেখানে সড়কে দুয়েকটা প্রাণ গেলে কী এমন অসুবিধা!

তিনি আরও বলেন, সাধারণত বাংলাদেশের সড়ক নিয়ন্ত্রণ করা যায় না। কারণ সড়ক-পরিবহনে কালো টাকা বিনিয়োগ হয়। যে দেশে বড় লোক এবং রাজনীতিবিদের হাতে কালো টাকা থাকে, সেখানে সড়কের নৈরাজ্য কীভাবে নিয়ন্ত্রণ হবে? প্রায় অসম্ভব। কোনোদিনই দেশের সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণ হবে না। যেদিন দেশ পাল্টাবে সেদিন সড়ক ব্যবস্থাও নিয়ন্ত্রণ হবে।

এক প্রশ্নের জবাবে আফসান চৌধুরী বলেন, পদ্ম সেতু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিষয়, তা সড়ক ব্যবস্থারই অংশ। উপরতলার মানুষদের পদ্মা সেতুর ব্যাপারেই বেশি আগ্রহী। সড়কে কে মরছে, না মরছে কার কী এসে যায়। এ দেশের রাজনীতি করতে হলে শ্রমিকদের রাখতে হবে। তাদের বাদ দিয়ে রাজনীতি করা যাবে না এখানে। সড়কের শ্রমিকেরা বাংলাদেশের যেকোনো নি¤œপদস্থ জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে সবল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়