শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন শাহজাহান খান

মোশরেফা মিশু : দুই শিক্ষার্থীর মৃত্যু  নিয়ে শাহজাহান খান সংবাদ সম্মেলনে হাস্য্যকর বক্তব্য দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তিনি নিজে যে একজন দায়িত্বহীন লোক, সংবাদ সম্মেলনের বক্তব্যে সেটার প্রমাণ দিয়েছেন। এবং তিনি মারাত্বক রকম কথা বলেছেন। গতকাল যে দুইজন শিক্ষার্থী মারা গেলো, তাদের দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না। কয়েক বছর আগেও উনাকে বলতে দেখা গেছে যে, ড্রাইভাররা দেখে গাড়ী চালাতে পারলেই হবে। যেই গাড়ী চালাতে চাচ্ছে সেই পেয়ে যাচ্ছে লাইসেন্স। তাদের সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেই এমন দূর্ঘটনা প্রায় ঘটছে। এনিয়ে সরকারের চোখে পড়ার মত ভুমিকাই দেখা যায় নাই।

প্রধানমন্ত্রী সব বিষয়ে কথা বলে থাকেন, এ পর্যন্ত ড্রাইভারদের কারণে যে তাজা প্রাণ ঝরে যাচ্ছে, তাদের ব্যাপারে এ পর্যন্ত কোনো কথা বলতে দেখা যায়নি। সড়ক দূর্ঘটনার বিষয়ে সরকার উদাসীন। সরকারের দিক হতে শাহজাহান সাহেবকে কোনো রকমের জবাবদিহিকরণ দেখছি না। এবং সড়ক দূর্ঘটনা থেকে উত্তরণের জন্য কোনো উদ্যোগই নিতে দেখা যাচ্ছে না সরকারকে। বেপরোয়া গতিতে গাড়ী চালানো এবং দুই বাসের রেশারেশিতে অনেক প্রাণ অকালে ঝরে গেলো। এ ঘটনাও ঠিক তাই যা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়।

যে পরিবারগুলো আপনজন হারিয়েছে, সেই পরিবারগুলোকে  ক্ষতিপূরণ দেওয়া এবং বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ মেরেছে যে সকল চালক, তাদেরকে আইন অনুসারে শাস্তির আওতায় আনা দরকার। সড়ক দূর্ঘটনা নিয়ে আমরা বহুবার বলেছি যে, রাস্তায় যে অরাজকতা চলছে তার জন্য আরো অনেক মানুষকে জীবন দিতে হবে। এই অরাজকতা বন্ধের জন্য আমরা সবসময় বলেছি এবং ভবিষ্যতেও বলবো। এসকল অরাজকতা শাহজাহান খাঁনকেই বন্ধ করতে হবে।

পরিচিতি : শ্রমিক নেত্রী / মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়