শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর কাছে বিচার দিলেন আরিফ

ডেস্ক রিপোর্ট :  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরাট করার জন্য আল্লাহর কাছে বিচার দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার ভোটগ্রহণ শেষে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কার কাছে বিচার দেবো? আল্লাহর কাছে বিচার দেয়া ছাড়া এ দেশে বিচার দেয়ার আর জায়গা নাই। আরিফুল হক চৌধুরী নির্বাচনকে ‘মীর জাফরের নির্বাচন’ আখ্যায়িত করে ‘সেনাবাহিনী নিয়ে নির্বাচনে আসতে’ সরকারের প্রতি চ্যালেঞ্জ জানান।

তিনি বলেন, এ ধরনের নির্বাচন এ জীবনে দেখিনি। এটা মীরজাফরের নির্বাচন। আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে মাইক্রোবাস দিয়ে ঘুরে ঘুরে ভোট জালিয়াতি করেছেন। নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ উল্লেখ করে বিএনপি প্রার্থী বলেন, ভোট ডাকাতির নির্বাচন করে তারা আবারো প্রমাণ করল- এই নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন। ইসির লজ্জা-শরম থাকলে তারা পদত্যাগ করতো। অথচ তাদের মতো অকার্যকর নির্বাচন কমিশন টেলিভিশনের সামনে এসে সুষ্ঠু নির্বাচনের দাবি করে! সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, আমার বাসায় গিয়ে বৃদ্ধা ভোটাররা বলেছেন, আমরা তোমাকে ভোট দিতে গিয়েছিলাম, আমাদের ভোট হাইজ্যাক হয়েছে।

তিনি বলেন, এই নির্বাচনই শেষ নির্বাচন নয়। আমরা শিক্ষা নিলাম। গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকারের প্রতি চ্যালেঞ্জ করে বলেন, আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী নিয়ে নির্বাচনে আসুন, দেখুন আপনাদের কি অবস্থা হয়। ‘নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন’ হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হতেন বলেও মন্তব্য করেন আরিফ।
আরিফুল হক বলেন, আমি নির্বাচন বর্জন করিনি। কারণ বর্জন কোনো সমাধান নয়। সিলেটে ‘রাজনৈতিক সম্প্রীতির ইতিহাস ধুলিস্যাৎ হয়ে গেল’ উল্লেখ করে বলেন, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ নয়। এই কালচার দেশের জন্য ক্ষতিকর। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়