শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি এক অবিবাহিত মুসলমান মায়ের অবৈধ সন্তান’

ডেস্ক রিপোর্ট:  বলিউডের খ্যাতিমান নির্মাতা, পরিচালক ও প্রযোজক মহেশ ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জন্ম, পরিবার ও ব্যক্তিগত প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, তার মা ছিলেন একজন মুসলমান নারী। কিন্তু তার মা বিবাহিত ছিলেন না। নিজেকে অবৈধ সন্তান দাবি করে তিনি জানান, সন্তানের প্রতি একজন বাবার ভূমিকা কেমন হওয়া উচিত, তা জানেন না মহেশ ভাট।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, ‘বাবা কেমন হন, তা আমি জানি না। বাস্তবে আমার বাবা ছিল না, বাবার সম্পর্ক মনে রাখার মতো আমার কোনো স্মৃতি নেই। তাই বাবার ভূমিকা কী হওয়া উচিত সে সম্বন্ধে কোনো ধারণা নেই। আমি এক অবিবাহিত মুসলমান মা শিরিন মোহাম্মদ আলির অবৈধ সন্তান।’

হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারের একটা বড় অংশ জুড়ে উঠে এসেছে মহেশ ভাটের ব্যক্তিগত সম্পর্কের বিষয়। তিনি বলেছেন, ‘অনেক চেস্টা করেও আমার মায়ের স্বপ্নের সন্তান আমি হতে পারিনি। আমি স্কুলে ভালোভাবে পড়াশোনা করিনি, ভালো চাকরি পাইনি। আমি কোনো কিছু করতে গেলেই ভুল করে ফেলতাম। তবে নিজের লুকানো বিষয়, যা আমাকে হতাশ করত, সেসব সম্পর্কে বলার সুযোগ পেয়েছি। আমার অনুপস্থিত বাবা থেকে শুরু করে সব সম্পর্কের বিষয় আমাকে আমি হয়ে উঠতে সাহায্য করেছে।’

এরপর তার নামের ‘ভাট’ পদবি নিয়ে প্রশ্ন করা হয় সাক্ষাৎকারে। মায়ের নামে তিনি পরিচিত নন। তাহলে ‘ভাট’ পদবি কীভাবে পেলেন চলচ্চিত্র পরিচালক? এই প্রশ্নের জবাবে মহেশ ভাট বলেন, ‘আমি মাকে জিজ্ঞেস করেছিলাম আমার নামের অর্থ কী? তিনি বলেছিলেন, তোমার বাবার কাছ থেকে জানতে হবে। কারণ তিনিই তোমার নামকরণ করেছেন। এরপর বাবার আসলে তাকে নামের অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, মহেশ অর্থ ঈশ্বরদের ঈশ্বর।’

মহেশ ভাট এরপর বলেন, ‘সন্তানের শিরশ্ছেদ করা ঈশ্বরকে আমি পছন্দ করতাম না আমার শৈশবে। তার পরিবর্তে আমার গণেশ নাম পছন্দ ছিল। শৈশবে আমার বালিশের নিচে ছোট গণেশ মূর্তি রেখে ঘুমাতাম। তিনি আমার প্রিয় দেবতা ছিলেন। গণেশের বাবার মতোই, আমার বাবাও আমার কাছে আগন্তুক ছিলেন। তিনি অনুপস্থিত ছিলেন।’

মহেশ ভাটের একের পর এক সিনেমায় ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে এসেছে। মহেশ ভাটের বাবা নানাভাই ভাট চলচ্চিত্র নির্মাতা ছিলেন। ‘আর্থ’, ‘জখম’ সিনেমাগুলোয় তার জীবনের গল্প দেখেছেন দর্শকরা। এ ছাড়া ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে প্রচারিত ‘নামকরণ’ ধারাবাহিক নাটকে তারই শৈশবের গল্প দেখানো হয়েছে। তার অন্যান্য সিনেমার মতো টিভি নাটকটিও জনপ্রিয়তা পেয়েছিল। প্রিয় ডট কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়