শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামরার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গুণীজন সম্মাননা’ পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ-বাংলাদেশ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের জন্য মাশরাফি যখন ক্যারিবীয় দ্বীপে, পরোক্ষভাবে তখন তার উঠল একটি সম্মাননা। শনিবার বেসরকারি প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক’র পক্ষ থেকে মাশরাফিকে ‘গুণীজন সম্মাননা’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পেলেন মাশরাফি। মাশরাফি ছাড়াও এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আরও চারজন গুণী ব্যক্তি। স্ব স্ব ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য অ্যাওয়ার্ড পাওয়া এই চার গুণী ব্যক্তি হলেন- শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে কবি নির্মলেন্দু গুণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় জাহানারা ইমাম (মরণোত্তর), অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং শিল্প ও বাণিজ্যে মেঘনা গ্রুপের মোস্তফা কামাল।

শনিবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন স্বর্ণপদক, সম্মাননা স্মারক ও তিন লাখ টাকার চেক। পেশাদারিত্বের কারণে উইন্ডিজ সফরে থাকা মাশরাফি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করে মাশরাফির অ্যাজেন্ট।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

পাঁচ গুণী ব্যক্তি ছাড়াও অনুষ্ঠানে পাঁচজন তরুণ ব্যাংকারকে প্রথমবারের মত প্রবর্তিত ‘এমবিএল ইয়ং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০১৮’তে ভূষিত করা হয়। তারা হলেন- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কর্মরত ফয়েজ উদ্দীন আহমদ, ট্রাস্ট ব্যাংকে কর্মরত নজরুল ইসলাম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত রাজন মিয়া, ব্যাংক এশিয়ায় কর্মরত রিয়াজুল হক ও এবি ব্যাংকে কর্মরত মোহাম্মদ আনোয়ার হোসেন। বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়