শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোট চান অর্ধেক ব্রিটিশ: সমীক্ষা

লিহান লিমা: অর্ধেক ব্রিটিশ নাগরিক ব্রেক্সিট ইস্যুতে নতুন গণভোটের পক্ষে বলে সমীক্ষায় উঠে এসেছে। নতুন এই জরিপে দেখা যায়, ৪৮ ভাগ ব্রিটিশ নাগরিক ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া সমর্থন করেন না।

সোমবার স্কাই ডাটা’র এক সমীক্ষায় দেখা যায়, ৫০ ভাগ ব্রিটিশ ব্রেক্সিট ইস্যুতে নিশ্চয়তার জন্য একটি নতুন গণভোট চায় অন্যদিকে ৪০ ভাগ দ্বিতীয় গণভোটের বিপক্ষে মত দেয়। তবে এই সমীক্ষায় ইইউ’র সঙ্গে ব্রিটেনের থাকায় সমর্থন করে ৪৮ ভাগ, ২৭ ভাগ কোন চুক্তি ছাড়াই ইইউ থেকে বের হয়ে যাওয়ার পক্ষে মতপোষণ করেন, ১২ ভাগ চুক্তির প্রতি বিশ্বাসী, ৮ ভাগ বলেছেন, তারা কোন ভোট দিতে চান না অন্যদিতে ৩ ভাগ সিদ্ধান্তহীন।

একই সমীক্ষায় দেখা যায়, ৭৮ ভাগ ব্রিটিশ জনগণ মনে করেন সরকার ব্রেক্সিট সমঝোতা ঠিক ভাবে করছে। মাত্র ১০ ভাগ বলেছেন সরকার সঠিক পথে এগোচ্ছে। ২০-২৩ জুলাই ১ হাজার ৪৬৬ জনের ওপর এই জরিপ চালানো হয়। ৫২ ভাগ বলেছেন ব্রেক্সিট ব্রিটেনের অর্থনীতির ওপর খারাপ প্রভাব নিয়ে এসেছে। ৯ ভাগ বলেছেন এটি কোন প্রভাব ফেলে নি এবং ৪০ ভাগ মনে করছেন ব্রেক্সিট ব্রিটেনের জন্য ভাল।

২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে বের হয়ে যাবে ইউকে। এরপরই শুরু হবে অন্তবর্তীকালীন সময়, যা শেষ হবে ২০২০ সালে। স্কাই ডাটার সমীক্ষায় দেখা যায়, ৪২ ভাগ ব্রিটিশ মনে করেন ব্রেক্সিট তাদের ওপর ব্যক্তিগতভাবে প্রভাব ফেলেছে। ১৮ ভাগ মনে করেন এটি তাদের ওপর কোনভাবে প্রভাব ফেলছে না। এবং ৩১ ভাগ মনে করেন এটি ভাল প্রভাব ফেলছে। ২০১৬ সালে ব্রিটিশ ভোটাররা গণভোটে ইইউ থেকে বের হয়ে যাওয়ার পক্ষে রায় দেন। আনাদুলু এজেন্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়