শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ইমরান খানকে পদে পদে বাধা দিতে পিপিপি ও মুসলিম লীগের ঐকমত্য

কায়কোবাদ মিলন: পাকিস্তানের বৃহত্তম দুটি রাজনৈতিক দল মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখার এবং সমন্বিত যৌথ কৌশল প্রনয়ণ ও লড়াই চালিয়ে যাওয়ার সিদ্বান্ত নিয়েছে । ২৫ জুলাইয়ের নির্বাচনের পর রবিবার দুই দল প্রথমবারের মত এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেয় ।
জাতীয় সংসদের সাবেক স্পীকার সরদার আয়াজ সাদিকের বাসভবনের এই সভা শেষে নওয়াজ মুসলিম লীগের নেতা মুসাহিদ হোসেন সৈয়দ বলেন, বৈঠকে দুই দলের বরফ গলেছে । তিনি বলেন, নির্বাচনে ইমরান খানরা যে ভোট চুরি করেছেন দুই দলই তাতে একমত । তিনি বলেন, রোববারের বৈঠক ছিল সমমনাদের বৈঠক এবং সবাই মন খুলে কথা বলেছেন ।এক বিশিষ্ট নেতা বলেছেন,ইমরান খান যাতে সরকার গঠন করতে না পারেন সেজন্য যৈীথভাবে তৎপরতা চালাতে হবে । তিনি বলেন,দুই দলই সম্পূর্ণভাবে নির্বাচনী ফলাফল প্রত্যাখানের পক্ষপাতি । এমনকি তারা সংসদে অবস্থানকালে ইমরান খানকে পদে পদে বাধাগ্রস্ত করতে সমন্বিত যৌথ বিরোধী কর্মসূচি ও কেীশল প্রনয়ণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন ।
দুই দলের নেতারা আগামি সোমবার আবার বৈঠকে মিলিত হবেন । মুসলিম লীগ নেতারা বলেন,এমএমএ নেতাদের সঙ্গে তাদের বৈঠকের দিন ধার্য আছে । তারা সংসদ বর্জনের পক্ষে । পিপিপি নেতারা মুসলিম লীগ নেতাদের বলেন, তারা সংসদ বর্জনের পক্ষপাতী নন ।
পিপিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, ইউসুফ রাজা গিলানী, শেরী রহমান, কামার জামান খায়রা, ফারহাতউল্লা বাবর । মুসলিম লীগের পক্ষে ছিলেন মুসাহিদ হোসেন সৈয়দ, আয়াজ সাদিক,সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি এবং সরদার মাহতাব আহমেদ খান ।
পিপিপি নেতারা অতপর জামাতে উলামায়ে ইসলাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন । তারা যে সংসদ বয়কটের পক্ষে পিপিপি সেই সিদ্ধান্ত বদলাতে চায় । পিপিপির এক নেতা বলেন, সংসদ বয়কট করার অর্থ হল ইমরান খানদের ওয়াকওভার দেয়া । পিপিপি এবং মুসলিম লীগের নেতারা বলেন,তাদের যোগাযোগ ও বৈঠক অব্যাহত থাকবে এবং স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচনের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকালে তারা যেীথভাবে লড়বেন ।
উল্লেখ্য এককভাবে ইমরান খানের দলের পক্ষে সরকার গঠন সম্ভব নয়। তাদের আরও ২২টি আসন দরকার । এদিকে মাওলানা ফজলুর রহমানের দলের রয়েছে ১২টি আসন । লক্ষনীয়,পিপিপি, নওয়াজ মুসলিম লীগ ও ফজলুর রহমানের দল মিলে আসন সংখ্যা হয় ১১৭ । যা ইমরান খানের দলের প্রাপ্ত আসনের চেয়ে ২টি বেশী । জানা গেছে ,মুসলিম লীগ, পিপিপি এবং ফজলুর রহমানের দল প্রায়শই বৈঠক করার পক্ষপাতি এবং সোমবার এই তিন দলের প্রথম বৈঠক হবে । ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়