শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজস্ব ‘নাবালক’ কারখানা রক্ষায় বিদেশি গাড়ি আমদানি কমাতে চান মাহাথির

কায়কোবাদ মিলন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তারা বিদেশি গাড়ি আমদানি কমাতে চান । মালয়েশিয়ার ‘নাবালক’ অটোমোবাইল কোম্পানি রক্ষায় তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে সোমবার সাংবাদিকদের জানান ।
দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি মালয়েশিয়া দীর্ঘদিন ধরে তাদের অটোমোবাইল বাজার উন্মুক্ত করে রেখেছিল । এর ফলে মালয়েশিয়ার নিজস্ব প্রোটন গাড়ির ব্যবসা প্রতিযোগিতায় পড়ে ক্ষতিগ্রস্ত হয় । মাহাথির বলেন, গাড়ি বানায় যে সব দেশ তারা ব্যবসার স্বার্থে হয় শুল্ক হার বাড়ায় অথবা অন্য কোন কেীশলের আশ্রয় নেয় । আমাদের শিশু অটোমোবাইল শিল্পকে রক্ষায়ও কিছু কিছু পদক্ষেপ নিতে হবে । তিনি বলেন, আমাদের তৈরি গাড়ির যে সব ত্রুটি রয়েছে তাও দূর করতে হবে ।
মালয়েশিয়ায় প্রোটন ছাড়াও পেরোডুয়া ও নাজা কোম্পানি গাড়ি বানায় । এদিকে হোন্ডা, টয়োটা ও নিশান কোম্পানি মালয়েশিয়ায় নতুন ও স্থানীয়ভাবে সংযোজিত গাড়ি বিক্রি করে থাকে । মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাজারে পেরোডুয়া গাড়ি ভালই চলে । তবে জাপানের হোন্ডা কোম্পানির বড় বাজার রয়েছে মালয়েশিয়ায় ।
১৯৮৩ সালে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে প্রোটন গাড়ির কারখানা গড়ে তোলা হয় এবং এক যুগের মধ্যে স্থানীয় বাজারে ৭৪ ভাগ ক্রেতা এই গাড়ি ব্যবহার শুরু করে । এই সময় প্রোটন গাড়ির ক্রেতাদেরকে ব্যাপক হারে ঋণ দেয়া হত । কিন্তু যথেষ্ট পরিমাণ সেলস সার্ভিস না থাকা,গাড়ির নিম্মমান ও বিদেশি গাড়ির সামনে টিকতে না পেরে প্রোটন গাড়ি লোকসানের মুখে পড়ে ।
তবে গত বছর চীনের একটি কোম্পানি প্রোটনের প্রায় ৫০ ভাগ শেয়ার কিনে নেয় । মাহাথির বলেন, আমাদের নিজস্ব গাড়ির ব্যবসাকে যে কোন মূল্যে চাঙ্গা করতে হবে । সেজন্য যদি বিদেশি গাড়ির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে হয় আমরা তা করব । রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়