শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পাক বংশোদ্ভূত সাজিদ

সাইদুর রহমান : ব্রিটেনের প্রশাসনিক প্রধানের পদ পেতে চলেছেন পাকিস্তানের বংশোদ্ভূত সাজিদ জাভেদ। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে-র মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী।

সাজিদ জাভেদের প্রধানমন্ত্রী হওয়ার যে সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের প্রথম শ্রেণির সংবাদপত্রগুলিতে। গত এক মাস আগে থেকেই সেই সকল খবর নজর কেড়েছিল উপমহাদেশের উত্তসূরীর।

মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি সাজিদ জাভেদ-র এই রাজনৈতিক উত্থানকে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। এই সাদিক খান আবার ওই শহরের প্রথম মুসলিম মহানাগরিক। ২০১৪ সালের অক্টোবর মাসে কলকাতায় এসেছিলেন সাজিদ জাভেদ। সেই সময় তিনি ইংল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী ছিলেন। দুই দিনের সফরে তিনি এসেছিলেন ভারতের সাংস্কৃতিক রাজধানীতে।

রাজনৈতিক বুদ্ধি যে তাঁর প্রবল তীক্ষè সেই প্রমাণ একাধিকবার পেয়েছে ব্রিটেন। গত এক সপ্তাহ ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নেওয়া সাজিদ জাভাদের একাধিক সাহসী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে তিনিই হতে চলেছেন ওই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

ব্রেক্সিট সহ একাধিক ইস্যু নিয়ে উত্তাল হয়ে রয়েছে দেশটির রাজনীতি। প্রধানমন্ত্রী থেরেসা মে-র পক্ষে সেই সকল চাপ সামাল দেওয়া খুব একটা সুখকর হচ্ছে না। এই অবস্থায় তাঁর বড় ভরসা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ। সূত্রের খবর, একপ্রকার বাধ্য হয়েই স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদকে নিজের পদ ছেড়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে পকেটে মাত্র এক পাউন্ড নিয়ে পাকিস্তান থেকে ব্রিটেন চলে আসেন সাজিদের জনক আবদুল ঘানি জাভেদ। পাঞ্জাবি বংশোদ্ভূত তাঁর বাবা ছিলেন বাসচালক।। ব্রিটেনে এসে সাজিদের মা জিবায়েদ জাভেদ একটি দর্জির দোকান খোলেন। পাঁচ বছর পরে ১৯৬৯ সালে ল্যাঙ্কাশায়ারে পাঁচ ভাই-বোনের পরিবারের জন্মগ্রহণ করেন সাজিদ জাভেদ। ব্রিস্টলে বেড়ে ওঠা সাজিদ এক্সটার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাজনীতি নিয়ে লেখাপড়া শুরু করেন। কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়