শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি রোমায় আসলে বিমানবন্দরে যাবেন টট্টি – ১০ নম্বরে জার্সিও দিবেন

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানাে রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর গুঞ্জন ইতালি ক্ল্যাসিকো জমাতে সেখানে যাচ্ছেন লিওনেল মেসিও। তো ইতালির কোন ক্লাবে যাবেন লিও? শোনা যাচ্ছিল ইন্টার মিলানের নাম।

কিন্তু ফ্রান্সিসকো টট্টি বলছেন, এলএম (লিওনেল মেসি) টেন রোমায় যোগ দিলে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন তিনি। সেই সঙ্গে মেসিকে দেবেন তার গায়ে দেয়া ক্লাবের বিখ্যাত ১০নম্বর জার্সিও।

রোমায় ১০নম্বর জার্সি গায়ে দেন টট্টি। তার অবদান ও সম্মানে এই ১০নম্বর জার্সি চিরতরে তুলে রাখতে চায় ক্লাব। তবে টট্টি বলছেন, জার্সি তুলে রাখার পক্ষে নন তিনি। টট্টি বলেন, ‘আমি সবসময়ই এ ব্যাপারে না বলে আসছি। কিন্তু এটা ক্লাবের সিদ্ধান্ত।’

রোমার ১০নম্বর জার্সির গুরুত্বের কথা উল্লেখ করে ইতালির সাবেক এই তারকা বলেন, ‘অনেক শিশু-কিশোরই রোমার নাম্বার টেন গায়ে দেয়ার স্বপ্ন দেখে। তারও একই রকম স্বপ্ন ছিল এবং ভাগ্যগুণে সেই স্বপ্ন সত্যি হয়েছে।’

জার্সি তুলে রাখার বিরোধিতা করে তার মন্তব্য, ‘আমি একজন শিশুর স্বপ্ন দূরে সরিয়ে দিতে চাই না। তবে এই জার্সি গায়ে দেয়াটা সহজ কাজও নয়।’

‘আমরা দেখি কি ঘটে। যদি আরেকজন টট্টি বা মেসি খুঁজে পাই, তাহলে এটা নিয়ে আমরা নতুন করে চিন্তা করব’ -যোগ করেন রোমা কিংবদন্তি।

মেসি যদি রোমায় আসে, তাহলে কী করবেন? এমন প্রশ্নে টট্টির উত্তর, ‘আমি বিমানবন্দরে যাব এবং নিজেই এটা (১০নম্বর জার্সি) তার গায়ে তুলে দেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়