শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পত্তি দাও, নইলে ফেলে দেব; মাকে ছেলে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছর আগে ব্যাংকের কর্মকর্তা স্বামীকে হারান অর্চনা কোলে। স্বামীর মৃত্যুর পর তার চাকরিটিই অর্চনাকে দিতে চায় ব্যাংক। কিন্তু নিজে চাকরি না করে বড় ছেলেকে সেই চাকরি দেন।

অল্প কিছু দিন না যেতেই অর্চনার ভাগ্যে নেমে আসে নির্যাতন। বড় ছেলে বেতনের কোনো টাকাই মা বা পরিবারকে দিতে রাজি নয়। তাই মা অর্চনা ছোট ছেলেকে নিয়ে বাড়ি ছাড়েন। বর্তমানে তার বয়স ৭৬ বছর।

হাওড়ার সালকিয়ায় শ্বশুরবাড়ি ত্যাগ করে সোনারপুরে জমি কিনে বাড়ি করেন তিনি। ছোট ছেলে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নেন।

সোনারপুরে বাড়ি করার পর ধীরে ধীরে নিজের জমানো টাকায় বাড়িটি দোতলা করেন তিনি। কিন্তু তার সামনে যে আরও বড় দুর্ভাগ্য অপেক্ষা করছে তা বুঝতে পারেননি তিনি।

অর্চনা বলেন, ২০১৫ সাল থেকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় ছোট ছেলে প্রসেনজিতের। সেই নারী বিবাহিত। তার ১৫ বছরের একটি মেয়েও রয়েছে। তাই আমি ছেলের বউ করতে রাজি হইনি। কিন্তু ২০১৬ সালে ছোট ছেলে ওই নারীকেই বিয়ে করে।

বৃদ্ধার অভিযোগ, বিয়ের পর থেকেই সমস্যা শুরু হয়। পুত্র ও পুত্রবধূর নির্যাতন শুরু হয়। ফলে আমি আশ্রমে চলে যাই।

ছয় মাস আগে আশ্রম থেকে বাড়ি ফিরলে তার ওপর চাপ দিতে শুরু করে ছেলে। বৃদ্ধা বলেন, ছেলে আমাকে চাপ দিতে শুরু করে আমার বাড়িটি পুত্রবধূ পম্পাকে লিখে দেয়ার জন্য। আমি সেটা কোনোভাবে লিখে দেব না স্পষ্ট বলে দিয়েছিলাম।

এরপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। তিনি বলেন, একদিন লাঠি দিয়ে মারতে আসে ছেলে। এমনকি, নিচের বাথরুম তালা দিয়ে রাখা শুরু করে, যাতে আমি ব্যাবহার করতে না পারি। তাতেও আমাকে সম্পত্তি লিখে দিতে বাধ্য করতে না পেরে একদিন জানালা দিয়ে ছুড়ে ফেলে মেরে দেবে বলে শাসায়। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়