শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত অর্থবছর রেমিটেন্স এসেছে ১৪ হাজার ৯৭৮ মিলিয়ন ডলার

আদম মালেক : বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিশ্বের যে সব দেশে বাংলাদেশী প্রবাসী আছে সে সব দেশ থেকেই রেমিটেন্স আসছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রবাসী বাংলাদেশীরা মোট ১৪ হাজার ৯৭৮.৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।

রেমিটেন্স প্রবাহের দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ওমান, কাতার, ইতালি ও বাহরাইন।

গেল অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। সে সময় এ দেশ থেকে ২,৫৯১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। যা বাংলাদেশের মোট রেমিটেন্সের ১৭ শতাংশেরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্স বাড়ার অন্যতম কারণ হলো বাংলাদেশে ব্যাংকের গৃহীত নানাবিধ উদ্যোগ। কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়িতে কমেছে হুন্ডি ব্যবসা। হুন্ডি কমার ইতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকিং চ্যানেলে। ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে ঝুঁকেছে অনেক প্রবাসী। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে ১৪ হাজার ৯৭৮.৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশে এসেছিল ১২ হাজার ৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। রেমিটেন্স প্রবাহের দিক থেকে সৌদি আরবের পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৭-১৮ অর্থবছরে ২,৪২৮.০৬ মিলিয়ন ডলার এসেছে দেশটি থেকে।

এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৭-১৮ অর্থবছরে ১,৯৯৭.৪৯ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ঐ সময় কুয়েত থেকে ১,১৯৯.৭০ মিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ।

একই সময়ে মালয়েশিয়া থেকে ১,১০৭.২১ মিলিয়ন, যুক্তরাজ্য থেকে ১,১০৫.৫৫ মিলিয়ন, ওমান থেকে ৯৫৮.১৯ মিলিয়ন, কাতার থেকে ৮৪৪.০৬ মিলিয়ন, ইতালি থেকে ৬৬২.২২ মিলিয়ন এবং বাহরাইন থেকে এসেছে ৫৪১.৬২ মিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়