শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামসহ কোথাও নারীরা নিরাপদ নয়-পিসিপি

জিয়াউদ্দিন রাজু: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। সোমবার নয় মাইলের এক বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) দীঘিনালা উপজেলা শাখা যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। প্রতিনিয়ত নারী ধর্ষণ-খুন-গুম-অপহরণ ও নির্যাতনের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ৯ মাইলে ঘটনা কোন বিচ্ছিন্ন নয় এটি একটি শাসকগোষ্ঠীর পরিকল্পিত ঘটনা। না হলে ঘাতকরা দীঘিনালা খাগড়াছড়ি মেইন সড়কের পাশের এই নির্মম ঘটনা ঘটাতে সাহস পেত না। আজ দুই দিন হল অপরাধীদের গ্রেফতার করতে পারিনি প্রশাসন।

এই সময় বক্তারা, ৫ম শ্রেণি পড়ূয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের নির্মমভাবে হত্যার ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারে দাবি জানানো হয়।

মিছিলটি সকাল ১০ টায় দীঘিনালা বাজার থেকে বের করে ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা উপজেলা দপ্তর সম্পাদক সুমেশ চাকমা, পিসিপি দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি রিটেন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক নিরঞ্জন ত্রিপুরা প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়