শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমোক্রেটিক পার্টির নতুন প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত সীমা নান্দা

 

ইফ্ফাত আরা: জাতীয় ডেমোক্রেটিক কমিটির (ডিএনসি) প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সীমা নান্দা। মার্কিন কোনো বড় রাজনৈতিক দলের হয়ে এটি হবে তার প্রথম কার্য পরিচালনা।

দীর্ঘ পাঁচ মাস অনুসন্ধানের পর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যারি বেথ কাহিলের নেতৃত্বাধীনে নান্দাকে বাছাই করা হয়েছে। সংস্থাটি গতকাল এই ঘোষণা দেন, পরবর্তী মাস থেকে তাকে কার্যক্রম পরিচালনার জন্য বলা হবে। নান্দা এর আগে ডিএনসির চেয়ারম্যান টম পেরেযের ট্রানজিশন দলে ছিলেন। যা ২০১৬ এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নির্বাচনে ২০১৭ ও ২০১৮ তে জয়ী হতে ভূমিকা রাখে। পেরেযের সময় মার্কিন শ্রম মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তিনি।

আগত ডিএনসি নির্বাহী প্রধান ডিএনসির সংবাদ সম্মেলণে বলেন, ‘এমন একটি অবস্থানের সুযোগ পাওয়া আমার সারা জীবনের সৌভাগ্য। আমি খুবই সম্মানিতবোধ করছি।’ তাকে নির্বাচিত করার জন্য চেয়ারম্যান পেরেয ও ম্যারি বেথের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরও বলেন, ‘আমাদের জাতির ভবিষ্যত ও মর্যাদার জন্য কাজ করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এদিকে ডিএনসির প্রতি নান্দার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে চেয়ারম্যান পেরেয বলেন, ডিএনসির নেতৃত্বের জন্য নিজের সক্ষমতা সীমা নান্দা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। যেহেতু আমরা বাছাই করে এই পদের জন্য সীমা নান্দাকে নিয়েছি বিশ্বাস করি তিনি তার নেতৃত্বে ডিএনসির আরও উন্নতি করবে।

উল্লেখ্য, নান্দার শ্রম ও কর্মসংস্থান আইনের পাশাপাশি কিছু বোর্ডের অলাভজনক সংস্থার হয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। সম্প্রতি তিনি বেসামরিক ও মানবাধিকার বিষয়ক দ্য লিডারশিপ কনফারেন্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দ্য ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়