Skip to main content

 মরদেহ পৌঁছাতে প্রবাসীকল্যাণমন্ত্রীর হাস্তক্ষেপ চায় স্পেন ছাত্রলীগ

মো. ইউসুফ আলী বাচ্চু : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির লাশ বাংলাদেশে ফেরত পাঠাতে প্রবাসীকল্যাণমন্ত্রীর হাস্তক্ষেপ চেয়েছে স্পেন ছাত্রলীগ। গত ৪ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন চার বাংলাদেশি। নিহত ৪ জনের মধ্যে শাহ আলমের বাড়ি মাগুরা, মনির হোসেনের বাড়ি ঢাকা, সৈয়দ হোসেন আলীর বাড়ি নড়াইল এবং সাইফুল ইসলাম রুবেলের বাড়ি যশোর। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা জানান, স্পেন ছাত্রলীগ মরদেহ দেশে ফেরাতে মন্ত্রীর হস্থকক্ষেপ কামনা করেছেন। প্রবাসীকল্যাণমন্ত্রীর পিএস হুমায়ূন কবির জানিয়েছেন আগামী ২০ কার্যদিবসের মধ্যে মরদেহ ফেরত আনা সম্ভব হবে। স্পেন ছাত্রলীগের দাবির পর প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘৪ বাংলাদেশির লাশ ২০ দিনের মধ্যে সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে। বর্তমানে সরকারি সফরে জেনেভা অবস্থান করছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। এর আগে বার্সেলোনা ও জুরিখে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসাইন রায়হান জানান, সৌদি আরবে চার বাংলাদেশি নিহতের খবর পাওয়ার পর পরেই প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আগামী ২০ দিনের মধ্যে মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যান্য সংবাদ