শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই আমদানি হচ্ছে না কয়লা: নসরুল হামিদ

স্বপ্না চক্রবর্তী: বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত থেকে কয়লা আমদানির কথা ভাবা হলেও কিছু জটিলতা থাকায় এখনই আমদানি করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, কয়লা আমদানির জন্য ভারতের সাথে কথা থাকলেও আমাদের আরও একটু সময়ের প্রয়োজন তাই আপাতত কয়লা আমদানি হচ্ছে না।

গত রবিবার চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় ‘যমুনা টার্মিনাল অফিস ভবন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এসপিএম পাইপলাইনে তেল পরিবহন, সময়মতো তেল আমদানি, এলপিজি’র প্রসার, এলএনজি আমদানি, তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করার মাধ্যমে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবস্থাপনা দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় তিনি বড়পুকুরিয়ার কয়লা দুর্নীতির সাথে জড়িতদের সাজা নিশ্চিত হবে বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়েছে।এই তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে দোষীদের অবশ্যই সাজার আওতায় নিয়ে আসা হবে।

নসরুল হামিদ বলেন, সরকার কোনও ব্যক্তির দুর্নীতির দায়িত্ব নেবে না। তবে ভালো কাজের প্রণোদনা দেবে। এসময় প্রতিটি প্রতিষ্ঠানকে অটোমেশন করার জন্য আবারও তাগিদ দেন তিনি।

বিপিসির পরিচালক (বিপণন) মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়