Skip to main content

‘ওয়েলডান চ্যাম্পিয়ন’ টাইগারদের শুভ কামনায় সাবেক গুরু

আক্তারুজ্জামান : গত বছরের নভেম্বরেই বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের দায়িত্ব ছেড়ে নিজ মাতৃভূমি শ্রীলঙ্কার কোচ হয়েছেন। দায়িত্ব ছাড়ার পর জানুয়ারিতেই বাংলাদেশের বিরুদ্ধে খেলেছেন তিন ফরম্যাটের সিরিজ। তবে নিজের পুরোনো শিষ্যদের খোঁজ খবর নিতে ভোলেননি লঙ্কান কোচ। গত শনিবার রাতে সেন্ট কিটসে উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জেতার ম্যাচে সেঞ্চুরি করার পর তামিম ইকবালসহ পুরো বাংলাদেশ দলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চন্ডিকা। দায়িত্ব ছাড়লেও হাথুরু ঠিকই খোঁজ রেখেছেন সাবেক শিষ্যদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এখন ব্যস্ত শ্রীলঙ্কা। এর ফাঁকে তামিমকে বার্তা পাঠিয়েছেন এই কোচ। শনিবার ম্যাচ শেষে হোটেলে ফিরে পুরো দল যখন রাতের খাবার খেতে বসেছে, ঠিক তখনই তামিমের মোবাইলে এল হাথুরুর খুদে বার্তা-‘ওয়েলডান চ্যাম্পিয়ন। দলের সবাইকে আমার শুভকামনা পৌঁছে দিয়ো।’ ক্যারিবীয় সফরের ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করে তিন ম্যাচে ২৮৭ রান করেছেন তামিম। সেঞ্চুরি করেছেন দুটি, একটি ফিফটি। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ সিরিজে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটিই। বাংলাদেশও দারুণ করেছে। ২-১-এ জিতেছে সিরিজ। ২০০৯ সালের পর বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচটি ৩ রানে হেরে না গেলে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের লজ্জা ফিরিয়ে দিতে পারত বাংলাদেশ।