শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাদের বাসের নিচে চ্যাপ্টা হয়ে মরে যাওয়া উচিত’

রবিন আকরাম : সড়ক দুর্ঘটনায় রোববার দুই শিক্ষার্থীর মৃত্যুতে দেশে জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিভিন্ন লেখক-ব্লগার ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাস চালকদের প্রতি ক্ষোভ দেখিয়েছেন সাধারন মানুষ। তাদের দাবি বাস চালকের কঠোর শাস্তি।

এনিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভ্র ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, সড়ক দুর্ঘটনায় আজ পর্যন্ত কাউকে শাস্তি পেতে দেখেছেন? নিদেনপক্ষে গ্রেপ্তার হয়ে তদন্ত হয়েছে? আমি দেখিনি। এই ছোট জীবনে তো অনেক কিছুই দেখা হয়নি। যদি আপনারা দেখে থাকেন বা জানেন তাহলে জানালে উপকৃত হব। তবে এটা ঠিক, শাস্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু চোখে পরেনি। শাস্তি যদি হতে না দেখি তাহলে আমি কেন বেপরোয়া কোন কিছু করব না? এটা সামান্য একটা হিউম্যান সাইকলজি। আমি যদি জানি আমার অন্যায় ঢাকার জন্য কেউ আছে তাহলে আমি সবকিছুকেই থোড়াই কেয়ার করবো।

কোন আইনের শাসনের কথা আমরা বলি? কোন ধরনের গঠনতন্ত্রের চর্চা আমরা করছি? পরিণত বয়সে নিজের ঘরে শুয়ে মৃত্যু চিন্তা করাও যদি বিলাসিতা হয় তাহলে আমাদের সবার বাসের নিচে চ্যাপ্টা হয়ে মরে যাওয়াই ভাল। নিজ দেশের সরকারের কাছে যদি আমরা এই অপরাধের শাস্তি না পাই তাহলে অধিক গণতান্ত্রিক দেশের জনগণ দূরে গিয়া মরেন। খালি খালি সরকারের বদনাম করেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়