শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৭:০১ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি পড়ে যাই না, আমাকে ফেলে দেওয়া হয়’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অতিরঞ্জিত ফাউলের কথা স্বীকার করলেও নেইমার জানালেন তার কষ্টের কথা। স্পন্সর জিলেটের একটি বিজ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, তিনি ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

এই বিশ্বকাপে দুই গোল করা নেইমার বলেছেন, ‘বুট শিনে আঘাত করে। মেরুদ-ে লাথি লাগে। পায়ের পাতায় চাপা দেয়। আপনারা হয়তো ভাবেন আমি বাড়াবাড়ি প্রতিক্রিয়া করি। মাঝেমধ্যে আমি করি। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি মাঠে ভুগি। আমি কিসের মধ্যে দিয়ে যাই সেটা ধারণাও আপনাদের নেই।’

প্রায় সময় মিডিয়াকে এড়িয়ে চলেন নেইমার। এর কারণ জানালেন পিএসজি তারকা, ‘মিডিয়ার সঙ্গে কথা না বলে যখন চলে যাই, কারণ এটা নয় যে আমি শুধু জিততে পছন্দ করি। এর কারণ আমি এখনও আপনাদের হতাশ করতে শিখিনি। যখন আমি অভদ্রের মতো আচরণ করি, তার কারণ এটা নয় যে আমি বখে যাওয়া একজন। এর কারণ আমি এখনও আমার হতাশা কীভাবে কাটিয়ে উঠতে হয় জানা নেই।’

নেইমার আরও বলেছেন, ‘আপনারা হয়তো ভাবেন আমি অনেক বেশি পড়ে যাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি পড়ে যাই না। আমাকে ফেলে দেওয়া হয়।’ সমালোচনাকে মেনে নিয়ে এখন নতুনভাবে নিজেকে চেনাতে চান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, ‘আপনাদের সমালোচনা মেনে নিতে আমি সময় নিয়েছিলাম। আয়নায় নিজেকে দেখার জন্য সময় নিয়েছিলাম এবং এখন আমি একজন নতুন মানুষ। আমি এখন খোলা মন নিয়ে এখানে।’ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়