শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ, ভারতীয় নাগরিক খোয়ানোর মুখে ৪০ লাখ

রাশিদ রিয়াজ : আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি)-এর চূড়ান্ত খসঢ়া তালিকা প্রকাশ হওয়ার পর পর ভারতীয় নাগরিকত্ব হারানোর মুখে পড়েছেন প্রায় ৪০ লাখ মানুষ। এনআরসি-র অংশ হওয়ার দাবি জানিয়ে আবেদন করেছিলেন ৩.২৯ কোটি মানুষ। কিন্তু প্রকাশিত তালিকায় রয়েছে ২.৮৯ কোটির নাম। অর্থাৎ প্রায় ৪০-৪১ লাখ অসমীয়া আর ভারতীয় নয়। টাইমস অব ইন্ডিয়া
সোমবার সকালে চূড়ান্ত খসড়া তালিকাটি প্রকাশ করার সময় এনআরসি’র কো-অর্ডিনেটর আশ্বস্ত করে বলেন, 'এটা শুধুমাত্র একটা খসড়া। চূড়ান্ত তালিকা নয়। যাদের নাম তালিকাভুক্ত হয়নি, তারা ফের দাবি ও অভিযোগ জানাতে পারেন।' ৩০ অগাস্ট থেকে এই সংক্রান্ত দাবি ও অভিযোগ গ্রহণ করা হবে।
১৯৭১ সালের ২৫ মার্চের আগে থেকে যারা আসামে রয়েছেন, সেই সমস্ত ভারতীয় নাগরিকদের নাম, ঠিকানা ও ছবি রয়েছে এনআরসি’র তালিকায়। যারা প্রমাণ করতে পেরেছেন যে তারা ওই সময়ে আগে থেকে আসামে বাস করছেন, তাদেরই ঠাঁই দেওয়া হয়েছে এই তালিকায়।
২০১৮-এর মার্চে আসামের মন্ত্রী মোহন পাটোয়ারির দেওয়া তথ্য বলছে, ২,৪০,৫৮৩ জন সন্দেহভাজনের মামলার নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। তার মধ্যে ৯২,০০০ জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ১৫,০০০ জন ১৯৭১-এর আগে এসেছিলেন, অর্থাৎ আসাম অ্যাকর্ড অনুযায়ী তাদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কথা। আর ২৬,০০০ জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে, কারণ তারা আদালতে হাজিরা দিতে পারেননি বা তাদের আবেদনের বৈধতা সরকার পরীক্ষা করে উঠতে পারেনি। ফলে, আক্ষরিক অর্থে তারা কতটা ‘বিদেশি’, সে প্রশ্ন থাকছেই। এ দিকে, ২ মে, এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা সব জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছেন, এই ৯২,০০০ বিদেশি ও তাদের পরিবারের নাম যেন কোনও ভাবেই এনআরসি তালিকায় না ওঠে। অথচ এদের পরিবারের অধিকাংশেরই বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে। এছাড়া তালিকা প্রকাশের পর কোনওরকম অশান্তি এড়াতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১৪টি জেলায় জারি করা হয় ১৪৪ ধারা। নাগরিকদের আশ্বস্ত টুইট করেন গুয়াহাটির শীর্ষ পুলিশকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়