শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে ভোটকেন্দ্রে ভোটাররা

ডেস্ক রিপোর্ট: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী সিটির ভোটকেন্দ্রে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃষ্টির মধ্যেই লম্বা লাইনে দাঁড়ান ভোটাররা। ভোটগ্রহণের শুরুতেই নগরীর বিভিন্ন কেন্দ্রে নারী ভোটার ভিড় চোখে পড়ার মত। বেলা যত বাড়াছে ভিড় ততই বাড়ছে।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

রাজশাহীর বিবি হিন্দু একাডেমি ভোটকেন্দ্রে আসা ভোটাররা জানান, 'এখনো পর্যন্ত এখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা অনেক আশা ও উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছি। যিনি রাজশাহী সিটির দু:খ-কষ্ট দূর করবেন বলে মনে হয়, আমরা তাঁকে ভোট দিতে এসেছি। রাজশাহী সিটিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং এখানে মাদকমুক্ত শহর চাই।'

হালিমা আক্তার নামের একজন ভোটার বলেন, 'ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি। পরিবেশ দেখা ভালো মনে হচ্ছে। আমরা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চাই। ভোটকেন্দ্রে আসতে পেরে খুশি লাগছে।'

রাজশাহী সিটি করপোরেশনের ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ভোটারের মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়