শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ দূষণ রোধে ২০২০ সালের মধ্যে বন্ধ হচ্ছে বেইজিং’র একহাজার ম্যানুফাকচারিং ফার্ম

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: চীনের বেইজিং এ পরিবেশ দূষণ রোধে ২০২০ সালের মধ্যে বন্ধ হচ্ছে এক হাজার ম্যানুফ্যাকচারিং ফার্ম। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ায় বলা হয়েছে, কলকারখানার দূষিত ধোঁয়া থেকে বাঁচাতে দেশটির রাজধানী বেইজিং ও এর আশপাশের এলাকা থেকে কারখানাগুলো সরিয়ে নেয়া হবে বলেও জানানো হয়।

গণমাধ্যমটি জানায়, ইতোমধ্যেই ১৯ হাজার ফার্মের আবেদন বাতিল করেছে চীন। এছাড়াও প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠানকে বন্ধ করে নেয়া হয়েছে অথবা দূরে সরিয়ে নেয়া হয়েছে। এরআগে ২০১৪ সালে চীন একটি পরিবেশ দূষণ রোধে এবং অতিরিক্ত জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণে আনতে বেইজিং, তিয়ানজিন, হেবেই তিনটি প্রদেশেই পরিকল্পনা গ্রহণ করা হয়।

এরমধ্যে শুধু কলকারখানাগুলোই নয়, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি কার্যালয়গুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করা হয়। এছাড়াও চীন সরকার সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে, একইসাথে শিল্প এলাকা হেবেই প্রদেশে শিক্ষার প্রসার বাড়াতে উদ্যোগ নিয়েছে। এদিকে এ ধরণের বড় উদ্যোগ অঞ্চলটির আয় বাড় বে বলেই মনে করছে সরকারি কর্মকর্তারা। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়