শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৫:৩৫ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলা

ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের মেয়র মনীষা চক্রবর্তী অভিযোগ করেছেন, তার ওপর হামলা হয়েছে। একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট এই হামলা করেছে বলে অভিযোগ তার।

যদিও ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এই অভিযোগকে বানোয়াট বলেছেন। তিনি জানান, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

সোমবার (৩০ জুলাই) সকালে নগরীর অক্সফোর্ড মিশন স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় একটি কেন্দ্রে তার উপর হামলা হয় বলে অভিযোগ মই প্রতীকের প্রার্থী।

বরিশালে বামপন্থী এই প্রার্থীকে নিয়ে আলোচনা আছে ফেসবুক জুড়ে। তার নম্রতা আর চিকিৎসক হিসেবে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে জড়ানো, শ্রমিকদের পক্ষে আন্দোলন করে কারাগারে যাওয়া আর ভোটের প্রচারে দেয়া নানা বক্তব্য আলোচনা তৈরি করেছে দেশজুড়েই।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে বামপন্থী প্রার্থীরা যেখানে নগন্য ভোট পেয়েছেন, সেখানে মনীষা কত ভোট পান, এ নিয়ে আছে জিজ্ঞাসা।

মনীষা সাংবাদিকদের বলেন- ‘অক্সফোর্ড মিশনে ভোট দিয়ে বরিশাল নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যাই। দেখি মই মার্কার সিল মারা ব্যালট পেপার ছেড়া। এ বিষয়ে জানতে চাইলে আমার উপর নৌকার ব্যাজ পরা পোলিং এজেন্টরা হামলা করে।’

তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাস কুমার মণ্ডল বরিশালটাইমসকে বলেন, ‘হামলার কোনো ঘটনাই ঘটেনি। তিনি (মনীষা) দিব্যি কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষেধ থাকলেও তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোবাইল নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন। তার মনীষার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়