শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনার উদারতা একমাত্র বঙ্গবন্ধুর সঙ্গেই তুলনীয়

মোস্তফা ফিরোজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দন্ডিত ব্যক্তি। তিনি কারাবন্দী। তার জামিনে মুক্তির বিষয়ে সর্বোচ্চ আদালত রায় দিলেও দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান মামলার কারণে তার জামিন কার্যকর হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, খালেদার মুক্তির জন্য কিছুই করার নেই। বিষয়টি আইন আদালতের। এটাই সত্য। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান দিয়ে আবেদন করছি, আপনি যদি একটু সদয় হন, তাহলে খালেদা জিয়া মুক্তি পেতে পারেন। অন্ততঃ জামিনে মুক্তির বিষয়টি ফয়সালা হয়।

আমি অতো রাজনীতিও বুঝি না, আইনের মারপ্যাঁচও বুঝি না। শুধু এইটুকু বুঝি, আপনি চাইলে, একটু মানবিক কারণে অনুগ্রহ করলে, তিনি মুক্তি পেতে পারেন। আপনি চাইলে হবে না, এটা মানতে আমার মন সায় দেয় না। আমি আওয়ামী লীগ ও বিএনপি কোনটা-ই করি না। কিন্তু ছাত্র জীবনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনাদের দু’জনের সাহসী নেতৃত্ব দেখেছি। দু’জনকেই শ্রদ্ধা করি। মনে মনে চাই আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে চলবেন। এটা সত্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি বিএনপির তরফে চরম অবিচার, অন্যায় আচরণ করা হয়েছে।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পরিবর্তে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এই শোকাবহ দিনটিতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। ২১ আগষ্ট আপনাকে পৃথিবী থেকে বিদায় দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রকারিদের বিচারের নামে জজ মিয়া নাটক সাজানো হয়েছে। এসব আরো ঘটনার উদাহরণ থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সব সময় সহযোগিতার হাত প্রসারিত করে গণতান্ত্রিক রাজনীতিকে উজ্জীবিত রেখেছেন। আপনার এসব উদারতা একমাত্র আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেই তুলনা করা যায়।

তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে বার বার ছুটে গেছেন। স্বাধীনতার পর জেলে আটক মরহুম খান এ সবুর, শাহ আজিজুর রহমানের মতো ব্যক্তিও আপনার পিতার মহানুভবতার স্পর্শ পেয়েছে। এসব কিছু আপনি আমার থেকেও অনেক ভালো জানেন। বঙ্গবন্ধু ও আপনার হৃদয়টা আকাশের মতো বড়ো বলেই আমার নিবেদন, খালেদা জিয়া যাতে আইনগতভাবে মার্জনা পেতে পারে আপনি তার উদ্যোগ নিন। শুনেছি খালেদা জিয়া অসুস্থ। তার সুচিকিৎসাও দরকার। দেশে বা বিদেশে গিয়ে তিনি যদি চিকিৎসার সুযোগ পান তাহলে আপনি আরো মহান ও মহৎ হবেন বলেই আমার বিশ্বাস।

পরিচিতি: হেড অব নিউজ, বাংলাভিশন/ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়