শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০২:৪৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের মাঠ ছাড়বো না: আরিফুল হক

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন,’প্রয়োজনে শাহাদাত বরণ করবো, কিন্তু ভোটের মাঠ ছাড়বো না।’

সোমবার সিলেট নগরীর রায়নগর সরকারি প্রাইমারি বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে জানান, ‘গতকাল রাতেই এমসি কলেজসহ অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় অবৈধভাবে ভোট দেওয়া হয়েছে। সুষ্ঠু,অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি অবশ্যই জয়লাভ করবে।

তিনি বলেন, ‘ঢাকা থেকে যারা বিশেষ এজেন্ট নিয়ে সিলেটে এসেছেন তাদের ষড়যন্ত্র সিলেটের মানুষেরা সফল হতে দিবে না।’

সকাল ৮টা থেকে সিসিক নির্বাচনে সিটির ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালের দিকে বৃষ্টি হওয়ার কারনে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিত বাড়ছে। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই আইনশৃংখলা বাহিনী রয়েছে অত্যন্ত তৎপর। প্রতিটি কেন্দ্রে ২২ জন করে আইনশৃংলা বাহিনীর সদস্যরা কাজ করেছে। এর মধ্যে ৭ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যরা আগ্নেয়াস্ত্রসহ একজন প্লাটুন কমান্ডার ও একজন এপিসি এবং একজন ব্যাটেলিয়ান। এছাড়াও ১৪ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৭টি টিম পুরো এলাকায় কাজ করছে পাশাপাশি ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান আদালতের টিম।

জানা গেছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) ও বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এর বাইরেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (ঘড়ি), সিপিবি-বাসদ মনোনীতি প্রার্থী আবু জাফর (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মোয়াজ্জেম হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের (হরিণ)। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম আরিফুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া সিলেট সিটি নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী আছেন ভোটের লড়াইয়ে রয়েছেন।

নির্বাচন অফিস থেকে জানা যায়, সিলেট সিটিতে বর্তমানে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়