শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রা শুরুর চার বছর পর গন্তব্যে পৌঁছাল মালবাহী ট্রেন

ডেস্ক রিপোর্ট:  সারবাহী একটি ট্রেন যাত্রা শুরুর চার বছর পর ১ হাজার ৩২৬ কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছেছে। ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র প্রদেশ থেকে চার বছর আগে এই মালবাহী ট্রেনটি যাত্রা শুরু করে উত্তরাঞ্চলের উত্তরপ্রদেশে পৌঁছেছে গত বুধবার।

স্বাভাবিকভাবে অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে ট্রেন যোগে পৌঁছাতে সময় লাগে ৪২ ঘণ্টা ১৩ মিনিট। ২০১৪ সালের নভেম্বরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্মম থেকে যাত্রা শুরু করে। দীর্ঘদিন পর বুধবার উত্তরপ্রদেশের বাস্তি স্টেশনে পৌঁছায়। এনিয়ে দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তা সঞ্জয় যাদব বলেন, এ সময়ের মাঝে মালবাহী ট্রেনটি অকেজো হয়ে পড়েছিল। পরে ভালো করার জন্য ইয়ার্ডে পাঠানো হয়।

২০১৪ সালে ভারতীয় পটাশ লিমিটেডের হয়ে নিজের নামে ব্যবসায়ী রামচন্দ্র গুপ্ত ট্রেনটি বুক করেছিলেন বলে জানান যাদব। গুপ্ত বলেন, এটা কোম্পানির ভাড়া করা ছিল। এজন্য আমাকে অর্থ পরিশোধ করতে হয়নি। মালবাহী এই ট্রেনটিতে ১৪ লাখ ভারতীয় রূপির মালামাল ছিল।

বিস্ময়কর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভারতীয় পটাশ লিমিটেডের সহকারী বিপণন ব্যবস্থাপক ডিকে স্যাক্সেনা। তিনি বলেন, হ্যাঁ, ২০১৪ সালের নভেম্বরে বাস্তি এলাকার পরিবেশকদের জন্য বিশাখাপত্মম থেকে ওই মালবাহী ট্রেনটি বুক করা হয়েছিল।

দীর্ঘদিন পর মালসহ ট্রেন পৌঁছানোর ঘটনায় ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভারতীয় পটাশ লিমিটেড। পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেনের পণ্য বুঝে নেয়া হবে বলে জানিয়েছেন স্যাক্সেনা। জাগোনিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়