শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শালার বাস চাপা দিয়ে মানুষ হত্যা করে, দুলাভাই গব্বর সিংয়ের হাসি দেয়’

সজিব খান: বিমানবন্দর সড়কে বাস চাপায় শিক্ষার্থীদের মৃত্যু খবর শুনে এবং বাস চালকরা বেপরোয়া হওয়ায় নিজের বিরুদ্ধে অভিযোগ উঠায় হেসে জবাব দিয়েছিলন নৌ পরিবহন মন্ত্রী শাহজাজহান খান। সাংবাদিকদের তোপের মুখেও তার হাসি ছিল অপ্রতিরোধ্য।

এ নিয়ে ‘সাপ্তাহিক’ পত্রিকার সম্পাদক গোলাম মোর্তোজা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা আমাদের সময় ডট কম এর পাঠকদের জন্য হুবহু তুলো ধরা হলো-

‘শালার বাস চাপা দিয়ে মানুষ হত্যা করে, দুলা ভাই গব্বর সিংয়ের হাসি দেয়।
ভারত মারে ৩৩ জন,শালার বাস মারে মাত্র ২ জন। দুলা ভাই’র মান- ইজ্জত আর থাকল না।
৩৩ জন মারলে তাও না হয় বলা যেত ‘বাসের সামনে গেল কেন’?
মাত্র ২ জন মেরে এত প্রশ্নের জবাব দিতে হবে ?,
মারবিই যদি, ২ জন কেন? ভারতকে হারাতে পারলি না?-শালাকে নিশ্চয় বকা দিয়েছেন দুলা ভাই।’

এদিকে গোলাম মোর্তোজার এ স্ট্যাটাসটিতে সাতশ’র অধিক লাইক পড়েছে। এছাড়া মন্তব্য করেছেন অনেকে।

মনজুর রশিদ নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এসবকে দূর্ঘটনা বলা যায় না, সম্পূর্ণভাবে হত্যাকাণ্ড। যার আসকারায় বাস, ট্রাক চালকদের এতো বড় আস্ফালন, সেই নরপিশাচের সৌদি স্টাইলে জনসমক্ষে শাস্তি চাই।’

শাহিন চৌধুরী নামে অপর আরেকজন কমেন্টস সেকশনে লিখেছেন, ‘Believe me mortoza BHAI, this is the most crupted and criminal ever I seen’

‘তাজা তরুণের রক্তে ভেসে যায় রাজপথ...কিন্তু তার মুখ থেকে হাসি ই ত সরানো যায় না....তার এত আনন্দ কেন?
মনে হয় তার রক্তের ক্ষুধা মেটে নাই’ এ মন্তব্য করেছেন হিমেল হোসেন হিমু নামে এক ব্যক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়