শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন সরকারের পক্ষেই কাজ করছে

ইমরান সালেহ প্রিন্স: সিটি কর্পোরেশন নির্বাচন, এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং প্রশাসন যে আতংক সৃষ্টি করেছে, তা শুধু তিন সিটিতে নয় বরং সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং মনে হচ্ছে, এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন বোধ হয় এমনই হবে। যেহেতু আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের দুর্নীতি, দুঃশাসন, গণতন্ত্র বিরোধী, মৌলিক অধিকার বিরোধী কার্যকালাপের জন্য। তাই তারা জনগণের উপর ভরসা করতে পারছে না। তারা আজকে পুলিশের উপর ভরসা করে রাজনীতি করছে এবং নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে। এবং নির্বাচনী প্রচারণার শেষ দিন রাতে আনুমানিক ১০ টার দিকে সিলেটে আমাদের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। এবং সারা রাত ধরে সিলেট, বরিশাল, রাজশাহীতে গ্রেফতার অভিযান চলে। আসলে এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। এটা কোন নির্বাচনই হচ্ছে না। পুলিশ আমাদের সহযোগিতার চেয়ে ক্ষতিই করছে বেশি। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন সরকারের পক্ষেই কাজ করছে। এবং নির্বাচন কমিশন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।
পরিচিতি:সাংগঠনিক সম্পাদক, বিএনপি/মতামত গ্রহণ: ফাহিম আহমাদ বিজয়/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়