শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিংবদন্তী চিত্রনায়িকা ববিতার জন্মদিন আজ

মহিব আল হাসান : ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রী ববিতা। অভিনয়, গ্ল্যামার, পর্দা উপস্থাপনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক পরিচিতিতে ঢালিউডের অন্যতম নাম একটি নাম ববিতা। টানা ৩ যুগের বেশি সময় বাংলা চলচ্চিত্রকে উদ্ভাসিত করেন এ অভিনেত্রী। আজ এই চিত্রনায়িকার জন্মদিন।

তার জন্মদিনে আমাদের সময় ডট কম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

পুরো নাম ফরিদা আক্তার পপি। বাগেরহাট জেলায় ১৯৫৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। বাবা নিজামুদ্দীন ও মা বি. জে. আরা । ববিতার অন্য দুই বোন সুচন্দা ও চম্পা নামি অভিনেত্রী।

ববিতার পড়াশুনা শুরু যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে। পরবর্তীতে ঢাকায় বড় বোন সুচন্দার কাছে চলে আসেন। এরপর তিনি নিজেও যুক্ত হয়ে যান সিনেপর্দায়।

১৯৬৮ সালে প্রখ্যাত নির্মাতা জহির রায়হান'র 'সংসার' সিনেমায় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ববিতা। "সংসার" ছবিতে চলচ্চিত্রে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে ‘ববিতা’ নাম নেন, এর আগে সূবর্ণা নামেই অভিনয় করেন।

১৯৬৯ সালে প্রথমবার নায়িকা হিসেবে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন ‘শেষ পর্যন্ত’ চলচ্চিত্রে। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি। তার সঙ্গে জুটি হিসেবে রাজ্জাক ছাড়াও আরও জনপ্রিয় হন জাফর ইকবাল ও ফারুক এবং আলমগীর ।

ববিতার উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত'। এ সিনেমায় ‘অনঙ্গ বৌ’ চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন।

ববিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে শেষ পর্যন্ত, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপী এখন ট্রেনে, নয়নমনি, সুন্দরী, অনন্ত প্রেম, লাঠিয়াল, এক মুঠো ভাত, ফকির মজনু শাহ, সূর্যগ্রহণ, জন্ম থেকে জ্বলছি, পেনশন, দহন, চন্ডীদাস ও রজকিনী, অশনি সংকেত, প্রতিজ্ঞা, টাকা আনা পাই, স্বরলিপি, তিনকন্যা, মিস লংকা,জীবন সংসার, লাইলি মজনু এবং পোকা মাকডের ঘরবসতি ইত্যাদি।

গুণী এই শিল্পীকে সর্বশেষ দেখা যায় ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়। এরপর নতুন কোনও চলচ্চিত্রের কাজে চুক্তিবদ্ধ হন নি।

ববিতা একটানা তিন বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সত্যজিৎ রায় পরিচালিত ‌‘অশনি সংকেত’-এর জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান। এছাড়াও সরকারি ও বেসরকারি অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি। বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। এবছর 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' আজীবন সম্মাননা পান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়