শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:৪১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযোগ অস্বীকার সাব্বিরের, হ্যাক হয়েছিল ফেসবুক আইডি

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই সমর্থককে অশ্লীল গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সাব্বির রহমানের বিরুদ্ধে। তৃতীয় ওয়ানডের আগে এ বিষয় নিয়ে সরগরম হয়ে উঠেছিল ফেসবুক। বিষয়টি নজর এড়ায়নি বিসিবিরও। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাব্বিরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিসিবি। তবে এমন অবস্থায় সাব্বির বলছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক হওয়াতেই এমন ঘটনা ঘটেছে।

যে ফেসবুক (Shabbir Rahaman Roman) আইডি থেকে ঘটনা ঘটেছিল সেটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সাময়িকভাবে বন্ধ। বিসিবি সেই খুদে বার্তা সমন্ধে অবহিত হওয়ার পর থেকেই এ আইডির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, আজ তাই নিজের বার্তা ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভক্তদের জন্য বানানো অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। তাঁর ফেসবুক আইডিটি নাকি হ্যাক করা হয়েছিল!

সাব্বির বলেছেন, ‘সবাইকে জানানো যাচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর কারণে গত কিছুদিন আমাকে ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে, যার মূলে আমি ছিলাম না। এ কারণে আমি ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ভক্তদের যতটা ভালোবাসি, ঠিক এটাও বুঝি যে আমার খারাপ পারফরম্যান্সে তাঁরা সমালোচনা করবেন। আমি ভালো খেলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার।’

ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে সাব্বির ১৫ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর সাব্বিরের বর্তমান ফর্ম নিয়ে ফেসবুকে শ্লেষাত্মক মন্তব্য পোস্ট করেন এক ক্রিকেটপ্রেমী। সেই মন্তব্যে সাব্বিরকে (উল্লেখিত নামের অ্যাকাউন্ট) ট্যাগ করেন আরেক ভক্ত। এরপরই উল্লেখিত নামের (সাব্বির রহমান রোমান) সেই অ্যাকাউন্ট থেকে বিতর্কিত খুদে বার্তাটি পাঠানো হয়।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, সম্ভাব্য আচরণবিধি ভাঙার ব্যাপারে বোর্ড ‘যথাযথ ব্যবস্থা নেবে।’ তিনি বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ভক্তদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সে ব্যাপারে খেলোয়াড়দের বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের বিধিনিষেধ নির্দিষ্ট করা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তার সময় তাঁদের ভীষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু বিষয়টা (সাব্বিরের খুদে বার্তা) প্রকাশ্যে ঘটেছে এবং সেটা বিসিবি জেনেছে, তাই সত্যিই যদি এ ধরনের নিয়মভঙ্গের কিছু ঘটে থাকে তাহলে সেটি শৃঙ্খলা কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।’প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়