শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজনু একজন পাগল নহে!

নিজস্ব প্রতিবেদক : উত্তরবঙ্গের একটি গ্রামের যুবক মজনু-একটু পাগলাটে স্বভাবের হওয়ায় এলাকার মানুষ তাকে মজনু পাগলা বলে ডাকে ও চেনে। মজনু প্রাণপণে বোঝাতে চায় যে পাগল নহে তবু গ্রামের লোক তাকে উত্তেজিত করে।

ছোটবলোয় মজনুর মা-বাবা মারা যায়। অনেক সম্পত্তি ছিল মজনুর বাবার। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। বোনের স্বামীরা মজনুর সম্পত্তি গ্রাস করার জন্য তাকে সব সময় পাগল বানিয়ে রাখতে চায় এবং চেষ্টা করে- সে যেন বিয়ে করতে না পারে। তবু ইদানিং মজনু বিয়ে করতে ব্যাকুল কিন্তু পাগলের সাথে বিয়ে দিবে কে? নানানজন বিভিন্ন ফন্দি করে তার কাছ থেকে বহু ফায়দা আদায় করে কিন্তু তার বিয়ের কোন ফায়সালা হয়না। এখন সে সবসময় সাথে খাতা-কলম নিয়ে চলা ফেরা করে- সে যে ভালো মানুষের কাছ থেকে সেই সার্টিফিকেট আদায় করার জন্য। কিন্তু সেটাও বুমেরাং হয়ে যায়।
মজনুদের গ্রামেরই ধনী ঘরের মেয়ে হোসনা। তার মাথায় গন্ডোগোল ছোটবেলা থেকেই। সেজন্যই তার বিয়ে হয়নি। হোসনা ভালোবাসতে চায় মজনুকে। কিন্তু মজনু পাগল বিধায় হোসনা তাকে সহ্য করতে পারেনা। এসব মিলিয়ে নানা-হাস্যরস ও কৌতুহল সৃস্টি হয় আর এসবের মধ্য দিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক মজনু একজন পাগল নহে।

বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটকটি আরটিভিতে প্রচারিত হচ্ছে রবি, সোম, ও মঙ্গলবার রাত ১০টায়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, নিশা, আখম হাসান, ডাঃ এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, ছন্দা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়