শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শ্রমিকের ঐক্য সবসময় বিজয়ী হয়েছে, সকল চক্রান্ত ধুলিসাৎ হবে’

রিয়াজ হোসেন: ‘মালিক-সরকার একত্রিত হয়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি থেকে বঞ্চিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে। এই চক্রান্ত শ্রমিকদের ঐক্যের কাছে টিকবে না, ধুলিসাৎ হয়ে যাবে। ইতিহাস বলে শ্রমিক ঐক্যের সামনে কোনদিন কোন চক্রান্ত দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন গার্মেন্ট টিইউসি’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা, বর্ষিয়ান শ্রমিকনেতা মনজুরুল আহসান খান।

রোববার (২৯ জুলাই) দুপুর ১টায় নগরীর পুরানা পল্টনের মুক্তিভবনে গার্মেন্ট শ্রমিকদের ১৬ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে আন্দোলনরত জোটসমূহ এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যৌথ মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আন্দোলনরত জোটসমূহ এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র একত্রিত হয়ে আন্দোলনে নামায়, তিনি অভিনন্দন জানান। সভায় গার্মেন্ট শ্রমিক সংগঠনের জোট গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্ট শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেয়। সভায় মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধি প্রস্তাবিত নিম্নতম মজুরির প্রস্তাবকে প্রত্যাখান করা হয়। এই যৌথ সভায় গার্মেন্ট শ্রমিকনেতারা একত্রে নূন্যতম মজুরি ১৬ হাজার টাকার দাবিতে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইল, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব শ্রমিক নেতা সালাউদ্দিন স্বপন, গার্মেন্ট শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়ক শ্রমিক নেতা আবুল হোসেন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক মাহাতাব উদ্দিন সহিদসহ চার জোট এবং গার্মেন্ট টিইউসি’র শীর্ষ নেতৃবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, বাংলাদেশ গার্মেন্ট ওয়াকার্স ফেডারেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন, এম এ শাহীন, কে এম মিন্টু, মঞ্জুর মঈন, গার্মেন্ট শ্রমিক সংগঠন জিজিএসকেএফ সভাপতি আলমগীর রনি প্রমুখ।

সভা থেকে আগামী ৫ আগাস্ট ২০১৮ রোববার সকাল ১১টায় ‘১৬ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত জোট ও সংগঠনসমূহ’ ব্যানারে নিম্নতম মজুরি ১৬ হাজার টাকার দাবিতে মজুরি বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি গৃহীত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়