শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্প এখন রোল মডেল : বিজিএমইএ সভাপতি

স্বপ্না চক্রবর্তী : ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব উন্নত দেশের কাছেই বাংলাদেশের পোশাক শিল্প এখন রোল মডেল হিসেবে মন্তব্য করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বিশ্বের প্রায় সব কয়টি দেশই তাদের পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশকে অনুকরণ করছে।

রোববার রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে আমাদের অর্থনীতির সাথে একান্ত স্বাক্ষাৎকারে মো. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশে ৭১টি গ্রীন ফ্যাক্টরি তাদের কার্যক্রম চালাচ্ছে। যা বিশ্বের মধ্যে অন্যন্য উদাহরণ। শুধু তাই নয় আরও ৩২০টি কারখানা গ্রীণ ফ্যাক্টরির সনদের জন্য অপেক্ষা। তিনি বলেন, পৃথিবীর ১০টা লীড ফ্যাক্টরির ৭টাই আমাদের রয়েছে। তাই বাংলাদেশের রপ্তানী আয়ের শীর্ষ স্থানে অবস্থান করছে পোশাক শিল্প।

চলমান বাজারের সাথে নতুন বাজারেও বাংলাদেশের পোশাক সগর্বে অবস্থান করে নিয়েছে বলে মন্তব্য করে গার্মেন্টস মালিকদের এই নেতা বলেন, ২০১০সালে যেখানে নতুন বাজারগুলোতে রপ্তানীর পরিমাণ শূণ্যের কোটায় ছিলো সেখানে বর্তমানে মোট রপ্তানীর ১৫শতাংশ নতুন বাজারগুলোতে হচ্ছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রপ্তানীর ক্ষেত্রে সরকারের সব ধরণের সহযোগীত অব্যাহত থাকার কারণেই আমরা রপ্তানীর আয়ের শীর্ষে অবস্থান করতে পারছি।

তবে গার্মেন্টস শিল্পের মূল ভিত যারা পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরির সিদ্ধান্ত কি হতে পারে এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে এই নেতা বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বোর্ড গঠিত হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মতোই শ্রমিকের নূন্যতম মজুরি কত হতে পারে সে ব্যাপারটি চূড়ান্ত করা হবে।

এদিকে বাংলাদেশের পোশাক শিল্পের তদারকিতে নিয়োজিত এ্যাকর্ড-অ্যালায়েন্সের ভূমিকায় নিজেরাই স্বয়ংসম্পূর্ণ বলে উল্লেখ করে এই নেতা বলেন, আমরা নিজেরাই নিজেদের তদারকিতে সক্ষম। দেশে এ্যাকর্ড-অ্যালায়েন্সের আর কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়