শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চালক নামক হায়েনার কবলে আপনিও পড়তে পারেন’

ফেসবুক পোস্ট: স্যার'জি আপনি বহুত ক্ষমতাবান, রাজনীতি করেন। জনপ্রতিনিধি। আমলা কিংবা সাধারণ বাদাম বিক্রেতা। শুধু মনে নয়, খাতায় লিখে রাখুন, আপনি, আপনার সন্তান কিংবা কোনো স্বজন চালক নামক হায়েনার (কতিপয়) কবলে পড়তে পারেন।

ঘর কিংবা অন্দরমহল, ঘর কিংবা বাহির কোথায় নিরাপত্তা নেই। বাবু'জি শুনেছি আপনি নাকি লেবার সর্দার, মানে- শ্রমিকদের মহা নেতা। নাজানি কোন দিন আপনার রক্ত এমন করে......। বলবেন, কিছুই করার নেই! আছে, দেশের সব যান যেন মানুষরা চালান। মানুষরুপী জানোয়ার চালালেই তা কঠোর ভাবে বন্ধ করতে হবে। পারবেন ? । পারবেন কি করে, ওই জানোয়ারটি যদি আপনার লালিত-পালিত হয়, কি করে সম্ভব ?

ফুটফুটে শিক্ষার্থীরা। কি দোষ ছিল তাদের। তবে দোষ'ত একটা ছিল। দোষ'টা হলো তারা কেন বিশেষ পটোকলের মাধ্যমে ( প্রধানমন্ত্রী- মন্ত্রী- কূটনৈতিক বৃন্দরা যেভাবে রাস্তায় চড়েন) রাস্তার ফুটপাত জুড়ে চললো না। আমাদের এ ভাইবোনদের রক্তে পিচঢালা রাস্তাটি লাল হয়ে আছে।

পেশাগত কারণে যতটুকু দেখেছি, পড়েছি তাতে শতভাগ বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী একজন ভালো মানুষ। মানবতার মানুষ। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা'র হৃদয়টা অনেক নরম। তিনি সব হারিয়েছেন। আপা ( মাননীয় প্রধানমন্ত্রী) নিশ্চয় এই ছবিগুলো দেখবেন, ভিডিওটাও দেখবেন।

আমাদের এ রাজধানী উন্নয়ন করে কি লাভ ‌''ভাইজান'' । যদি প্রাণটাই না নিরাপদ থাকে। পৃথিবীর কোন দেশ আছে, যেখানে শিশু থেকে বৃদ্ধাদের পযর্ন্ত জীবন ঝুঁকি নিয়ে ফুটপাতে হাটতে হয়। অপর দিকে আমরা কত অপদার্থ জীব, কিংবা সংশ্লিষ্ট প্রসাশন, ফুটপাতগুলোতে এখন বেড়া দেয়া হয়েছে। ফুটপাত দিয়ে নাকি মোটরসাইকেল চড়ে, তাই আড়াআড়ি বেড়ার ব্যবস্থা করেছেন। (অপদার্থ শব্দটি একজন শ্রদ্বেয় রিকসা চালক ভাই বলেছেন) ।

জানোয়ার কিংবা হায়েনারদে শক্তি বেশ। সরকার কিংবা প্রসাশন হয়তো পেরে উঠতে পারেনি। তারা কিছু্ হলেই ধর্মঘট দিয়ে বসে। এ জন্যই দয়া করে বলতে চাই, গণপরিবহণ মালিক, চালকদের সন্তান, স্বজনরা যারা রয়েছেন- তারা সোচ্চার হোন। কারণ, এ মৃত্যুর ফাদে আপনিও পড়বেন- শুধু অপেক্ষার পালা।

আর ক্ষমতাবান ভাইজান, বোনরা- আপনারা কতদিন বিশেষ পটোকলে চলবেন। একদিনতো তা হারাতেই হবে। তখন কিন্তু পটোকলবিহনীই চলতে হবে। ওই সময় কিন্ত হায়েনার-জানোয়াররা এদিক-ওদিক দেখবে না। সোজা বুকের উপর তুলে দেব-চাকাগুলো।

সমাধান ? সমাধান'তো একটাই- সর্বক্ষেত্রে সুন্দর মানুষ থাকবে। জাতির জনকের আশা ছিল এ সোনার দেশে সব মানুষ সোনা হবে। সোনার মানুষ হবে। আদর্শ মানুষ, সোনার মানুষরা কখনও অসুন্দর হয় না। এমন কিছু করে না, যাতে কারও প্রাণ যাবে। কেউ কষ্ট পাবে।

যার যায়, সে বুঝে। প্লিজ প্লিজ....আসুন নিরাপদ একটা দেশ গড়ি-। হায়েনার কিংবা জানোয়ারদের (কতিপয় চালক) সামনে গিয়ে দাড়ায়। দাড়িয়ে খুব শ্রদ্ধার সাথে বলি,,,,,ভাই জান এই দেখুন আপনার সন্তানের ছবি- পরিবারের ছবি। প্রয়োজনে ওইসব চালকদের পকেটে তাদের সন্তান ও পরিবারের ছবি রাখতে বাধ্য করি।

চালকের আসনে শুধু ধর্মীয় বাণী নয়, চালকের সন্তান ও পরিবারের ছবি টাঙানো জরুরী।

কি লিখবো, লিখতেও পারি না।

লেখাটি  শিপন হাবিব-এর ফেসবুক থেকে নেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়