শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি ও ড্রাইভিং লাইসেন্স পেতে ডোপ টেষ্ট বাধ্যতামূলক হচ্ছে

ইসমাঈল হুসাইন ইমু : সরকারি, বেসরকারি চাকরি এবং যানবাহনের লাইসেন্স পেতে মাদকাসক্ত শনাক্তকরণ ডোপ টেষ্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এই টেস্টে উত্তীর্ণরাই কেবলমাত্র চাকরি এবং লাইসেন্স পেতে পারবেন। এছাড়াও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আকস্মিকভাবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে প্রণীত ‘অ্যাকশন প্ল্যানে’ বিষয়টি উল্লেখ করা হয়।

অ্যাকশন প্ল্যানে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরির জন্য গঠিত মেডিকেল ফিটনেস পরীক্ষায় মাদকাসক্তির টেস্ট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে ও অন্যান্য বেসরকারি চাকরির ক্ষেত্রেও পর্যায়ক্রমে এটি প্রয়োগ করা হবে। এছাড়াও ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে মাদকাসক্তদের অযোগ্য ঘোষণা করা হবে। একইদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিকভাবে ডোপটেস্টের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, বেসরকারি চাকরিতে নিয়োগ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময়েও ডোপ টেস্টের বিষয়ে ভাবা হচ্ছে।

নতুন মাদক আইনের বিষয়ে তিনি বলেন, মাদকের আইনটি ১৯৯০ সালের। এখানে অনেক কিছুই যোগ করা হয়নি। আমরা নতুন আইনের খসড়া চূড়ান্ত করছি। এখানে মাদকের অর্থলগ্নিকারী, শিশা বিক্রিসহ নানা অপরাধ যুক্ত হচ্ছে। আশা করছি, আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠবে আইনটি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামালউদ্দীন আহমেদ বলেন, অধিদফতর এ পর্যন্ত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ে জড়িত মোট ১৩ হাজার জনকে গ্রেফতার করেছে। ১২ হাজারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারের সংখ্যাটা কম মনে হলেও আমাদের যতো সংখ্যক ফোর্স আছে সে অনুযায়ী অনেক বেশি। অধিদফতরের মোট ৫১টি গাড়ি রয়েছে। টেকনাফের মতো একটি সংবেদনশীল জায়গায় আমাদের টহল দেয়ার মতো কোনো গাড়ি নেই। ১০ জন আনসার সদস্যকে নিয়ে কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, আগে এই অধিদফতরকে কেউ চিনত না। এখন আমাদের কাজের জন্য অনেকেই অধিদফতরকে চেনে। কয়েকবছর আগেও আমাদের ২০০টি নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আমরা ১৭ হাজার আবেদন পাই। সম্প্রতি ২৪২ জনের একটি সার্কুলারে ২ লাখ আবেদন করেছেন।

অ্যাকশন প্ল্যানের বিষয়ে তিনি বলেন, অ্যাকশন প্ল্যানের অনেক পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে নেয়া হবে। আজকের ওয়ার্কশপের মধ্যে পদক্ষেপগুলো নিয়ে বিস্তরভাবে কাজ করা হবে।

পুলিশ হেড কোয়ার্টার্সের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-অপস) ব্যারিস্টার মাহবুব হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে। কোন বাহিনীর রিসোর্স বেশি, কারও রিসোর্স। আমরা যদি সমন্বিত হয়ে কাজ করি তাহলে কেউ পার পাবে না। পুলিশের পক্ষ থেকে আমরা সবসময় আন্তরিক। যে কোনো প্রয়োজনে অথবা কোনো তথ্য থাকলে আমাদের জানান। আমরা ফোর্স পাঠিয়ে সাহায্য করবো।
মাদক নিয়ন্ত্রণে উত্থাপিত অ্যাকশন প্ল্যানে স্বল্পমেয়াদি (১ বছর), মধ্যমমেয়াদি (২ বছর) ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা (৫ বছর) করা হয়েছে। এতে মাদকাসক্তদের পুনর্বাসন, মাদকের প্রবেশ রোধ, অপারেশন কার্যক্রম প্রণয়নের কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়