শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় কিশোর আবির গ্রেফাতার

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় কিশোর আবির হোসেন (১৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জ আদমজী নাভানাভূইয়া সিটি এলাকা থেকে এসআই আবু বকর সিদ্দিক কিশোর আবিরকে গ্রেফতার করে। এর আগে শনিবার রাতে ৭ বছরের এক শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয় যার নং-৬২ (২৮/৭/২০১৮)। শিশুটি স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, ঐ শিশুটির স্বপরিবারে সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি ভূইয়াপাড়া এলাকার দীল মোহাম্মদের বাড়ির ভাড়াটিয়া।বাড়ির মালিকের ভাই আলী হোসেনের ছেলে আবির হোসেন শুক্রবার বিকেলে সবার অজান্তে শিশুটিকে তার ঘরে নিয়ে হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুর আর্তচিৎকারে শিশুর মা সহ আশে পাশের লোকজন ছুটে আসলে দৌঁড়ে পালিয়ে যায় আবির হোসেন।

এ ঘটনায় শনিবার দুপুরে ঐ শিশুর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগের একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আবিরকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত কিশোর আবির হোসেনকে গ্রেফতার করে হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়