শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ মুহূর্তে আ. লীগের সংলাপের প্রয়োজন নেই : হাছান মাহমুদ

জিয়াউদ্দিন রাজু: এ মুহূর্তে বিএনপির সাথে আওয়ামী লীগের সংলাপের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

রোববার বিশেষ আলাপচারিতাকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে এ মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু তাদের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, সাক্ষাৎ হয়। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই কথাই বুঝাতে চেয়েছেন, আমরা সেই সৌজন্য সাক্ষাতের কথা বুঝাতে চেয়েছি, কিন্তু এ মুহূর্তে বিএনপির সাথে কোন সংলাপ বা আলোচনার দরকার হলে সেটা করবে কমিশন।

একটি গ্রহণযোগ্য নির্বাচনে এবং দেশের বৃহত্তম দল হিসাবে বিএনপিকে নির্বাচনে আনার কোনো পরিকল্পনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে ক্ষমতাশীন দলটির অন্যতম মুখপাত্র ড. হাছন মাহমুদ বলেন, কাউকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়, তারা(বিএনপি) নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এছাড়া নির্বাচন কমিশনার সাথে তাদের আলাপ আলোচনা হতে পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে নয় বলে আমি মনে করছি।

নির্বাচনের আগে অনেক সময় জোট ভাড়ানো হয়। সে ক্ষেত্রে আওয়ামী লীগের জোট বাড়ানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে বৃহত্তর জোটর হতেই পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়