শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে সাবজেলে রাখতে পারত: গাফফার চৌধুরী

আহমেদ জাফর: বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী যাবে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বলেছেন,খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় জেলে রাখা হয়েছে। এটা তো রাজনৈতিক মামলা নয়। তার পরে ও তাকে সাবজেলে রাখতে পারতেন।

রোববার রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১রে নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের পরিচিতি পর্বে সংবাদ সম্মেলনে গাফফার চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, বর্তমান ৮০ভাগ এমপিরা নানা কারণে সমালোচিত হয়েছেন। এই সমালোচিত ৮০ ভাগ সাংসদের স্থলে নতুন মুখ দেখতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আধুনিক ও শিক্ষিত তরুণদের মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত করতে হবে ।

জনপ্রতিনিধি মনোনয়নে আওয়ামী লীগকে ব্যর্থ বলবেন না সফল বলবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন,জনপ্রতিনিধি মনোনয়নে আওয়ামী লীগকে ব্যর্থ বলব না আবার সফলও বলব না। আমি মনে করি, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগে তরুণ-মেধাবীদের দরকার। যাদেরকে এখনও দুর্নীতি স্পর্শ করেনি। ছাত্রলীগ, যুবলীগ ও সংস্কার দরকার করণ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অনেকেই চাদাবাজীসহ নানান অপরাধ মূলক কর্মকান্ডে জরিয়ে পড়েছেন। আওয়ামী লীগের তিনটি মূল সম্পদ রয়েছে। একটি বঙ্গবন্ধু আওয়ামী লীগের জন্মদাতা, দুই শেখ হাসিনার নেতৃত্ব ও তিন ৬২ বছরের পুরনো দল।

৮০ভাগ এমপি বাদ দিয়ে তরুন নেতুত্বে আনার পরামর্শ কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেকেই দুর্নীতিতে জড়িত। তারা এলাকার লোকের সঙ্গে মেশেন নাই। এমপি নির্বাচিত হয়ে একবার ঢাকায় এসেছেন আর যাননি। এমপি,মন্ত্রীদের আশ্রায়ে ছাত্রলীগ, যুবলীগ,অন্যান্য সংগঠন গুলো চাঁদাবাজি করেছে। স্থানীয় ব্যাবসায়ীরা এদের কারণে অথিষ্ট হয়ে পড়ছে, আর একাদিক সংগঠন গুলো চাদাবাজি করার কারণে এমপিরাও সমালোচিত হয়েছেন।

আওয়ামী লীগের আরও দুই ট্রাম ক্ষমতায় থাকা দরকার উল্লেখ করে বলেন, বাংলাদেশেকে এগিয়ে নিতে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে আরো দুই ট্রাম ক্ষমতায় আসা দরকার। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে তাহলে স্বাধীনতার পরাজিত শক্তি জামায়াত শিবির সুবিধা গ্রহণ করলে দেশে রক্তে নদী বয়ে যাবে। জামায়াত শিবির ছাত্রলীগে ও আওয়ামী লীগে প্রবেশ করছে এজন্য আওয়ামী লীগের মধ্যে নিজেরা নিজেরাই অভিযোগে জড়িয়ে পড়ছে। আর আওয়ামী আওয়ামী লীগ নিজেরা অভিযোগে পড়লে অন্যেরা সুবিধা নিবে।

তিনি বলেন, সংসদে একটি শক্তিশালী বিরোধীদল দরকার। শক্তিশালী বিরোধী দল না থাকলে সত্যিকারের গণতন্ত্র থাকে না। এ জন্য বিএনপিকে নির্বাচনে আনা দরকার। যদিও আসবে কি না সন্দেহ রয়েছে। আবার আওয়ামী লীগের বিকল্প নেই। বিএনপি- জামায়াত ক্ষমতায় এলে রক্তের বন্যা ভেসে যাবে। খালেদা জিয়া জেলে গেছেন দুর্নীতি করণে। এরপরেও সরকার চাইলে বিশেষ ব্যবস্থা করতে পারেন। তাকে সাবজেলে রেখেও নির্বাচনে সুযোগ দিতে পারেন। এছাড়া খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিলেও কোনো সমস্যা ছিল না। কেন নেয়নি, গোয়েন্দা রিপোর্ট কী ছিল তা সরকার ভালো জানে। বঙ্গবন্ধু তো জেলে থেকেই নির্বাচন করেছেন তাছাড়া বিশ্বে এমন অনেক রেকর্ড আছে।

তারেক রহমান অনেক সুবিধা নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তারেক জামিন নিয়ে লন্ডনে গেছেন। তার জামিন অনেক আগে বাতিল হয়েছে। লন্ডনে বসে নানারকম ষড়যন্ত্র করছেন। এত টাকা কোথা থেকে আসছে তা তারাই জানেন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, আমাকে মানোনয়ন দিলে সোনারগাও কে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলায় রুপান্তরিত করবে। জাতির পিতাও সোনার গায়ে গিয়ে ছিলেন কিন্তু সেই এলাকার অবস্থা এখন খুবই খারাপ। এলাকার লোকজন পরির্বতন চায় উল্লেক করে বলেন, সোনার গায়ে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ নাই। সোনার গা হল বাংলাদেশের রিসার্চাজ সেন্টার। এ এলাকায় বিশ্বের অনেক দেশে থেকে কাজ করতে আসবে যেমন এসেছিল মোঘল আমলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়