শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১১:২৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে ক্রিকেটারদের আর্থিক সমস্যা মেটাবে আইসিসি

স্পোর্টস ডেস্ক : আর্থিক সমস্যায় অনেকদিন ধরেই জর্জরিত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। যে সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনেকদিন ধরে আলোচনায় থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য তহবিল ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যে তহবিল থেকে জিম্বাবুয়ে বোর্ড তাদের খেলোয়াড়দের ম্যাচ ফি’সহ খেলোয়াড় ও কর্মীদের বকেয়া পরিশোধ করতে পারবে। এটা বিভিন্ন দেশের বোর্ডকে আইসিসির ঋণ সহায়তা পদক্ষেপের একটা অংশ।

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে উল্লেখ করে আইসিসি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পরেই প্রস্তাবের সবকিছু নিয়ে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে স্বস্তি আনবে এবং সেই সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের পুরনো শক্তি ফেরাবে।’

দেশের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই সম্প্রতি পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি সিরিজ খেলে জিম্বাবুয়ে। কারণ ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরের বকেয়া বেতন-ভাতা পরিশোধে ২৫ জুন পর্যন্ত খেলোয়াড়দের দেয়া সময়সীমার মধ্যে তা শোধ করতে পারেনি বোর্ড। যার ফলে সিনিয়র খেলোয়াড়রা সিরিজে খেলেনি।

জিম্বাবুয়ে বোর্ড আশা করছে, আইসিসির ঘোষণার পর সিনিয়র খেলোয়াড়রা আবার মাঠে ফিরবেন এবং দলের পরবর্তী আন্তর্জাতিক ট্যুরে অংশ নেবেন। আগামী সেপ্টেম্বরে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাওয়ার কথা জিম্বাবুয়ের। বোর্ডের আশা, দক্ষিণ আফ্রিকা সফরেই সব ক্রিকেটার ফিরবেন জাতীয় দলে। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়